কলকাতা: তাঁতের শাড়িতে রামায়ন৷ মানবসভ্যতার বিবর্তনের ইতিহাস৷ বিশ্ব উষ্ণায়নের চিত্র৷ এমন উদাহরণ আগেই তুলে ধরেছিলেন৷ পদ্মশ্রী বীরেন বসাক এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকলেন চাদরে। সেই চাদর তিনি উপহার দিয়েছেন মোদিকে। উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী৷ চাদরের ছবি-সহ টুইটও করেছেন তিনি।
মঙ্গলবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন নদিয়া জেলার বর্ষীয়ান তাঁতশিল্পী বীরেন বসাক। এর আগে রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছেন বীরেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম উঠেছে। ১৫ বছর বয়সে তাঁত বোনায় হাতেখড়ি হয় তাঁর। পরে জামদানি নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ ৫০ বছর জামদানি শাড়ি নকশায় মুন্সিয়ানা দেখাচ্ছেন বীরেন।
আরও পড়ুন: পদ্মশ্রীর মঞ্চে খালি পায়ে এক প্রকৃতি-মা, কেড়ে নিলেন সব ফ্ল্যাশলাইট
বর্তমানে ফুলিয়ার ২ হাজার মহিলা তাঁতশিল্পী এবং ৩ হাজার পুরুষ তাঁতশিল্পী বীরেনবাবুর সংস্থায় কাজ করেন। ধুঁকতে থাকা তাঁতশিল্পে প্রাণ প্রতিষ্ঠার জন্যই এ বার পদ্মশ্রী সম্মান পেলেন বীরেন বসাক। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। দেশের অন্যতম সেরা সম্মান পেয়ে আপ্লুত বর্ষীয়ান এই তাঁতশিল্পী।
রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করছেন বীরেন বসাক
পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ওই চাদর তুলে দেন। মোদির টুইট করা ছবিতে তাঁর হাসিমুখই বলে দিচ্ছে, উপহার পেয়ে ঠিক কতটা খুশি প্রধানমন্ত্রী। চাদরে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন। সামনে বেশ কিছু মানুষ মন দিয়ে নরেন্দ্র মোদির বক্তৃতা শুনছেন।
তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, মোদির বক্তৃতা যারা শুনছেন, তাঁদের মধ্যে সব ধর্মের মানুষ রয়েছে। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন জৈন-বৌদ্ধ ধর্মের মানুষ। তাঁদের পোশাক থেকেই তা বোঝা যাচ্ছে। সর্বধর্মের ঐতিহ্য সুনিপুণভাবে ওই চাদরে ফুটিয়ে তুলেছেন শিল্পী বীরেন বসাক।
আরও পড়ুন: মোদির ৪ ঘণ্টার অনুষ্ঠানে ২৩ কোটি খরচ করছে মধ্যপ্রদেশ সরকার
প্রধানমন্ত্রী সেই চাদরের ছবি দিয়ে টুইটে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত।’
পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত । pic.twitter.com/0bUA9DVxQS
— Narendra Modi (@narendramodi) November 13, 2021