রিয়া মাজি, কলকাতা: ভোটের আগের উত্তেজনা ফিরে এল মধ্য কলকাতার মুচিপাড়া এলাকায়। শিরোনামে দুই যুযুধান শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এ নিয়ে মুচিপাড়া থানার সামনে শুক্রবার সন্ধে থেকে দফায় দফায় দুই পক্ষের ধন্ধুমার। বিজেপির দাবি দলের নেতা সজল ঘোষকে অনৈতিক ভাবে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা তৃণমূলের দাবি, সজল ঘোষ এবং তাঁর অনুগামীরা শ্লীলতাহানির সঙ্গে জড়িয়ে।
আরও পড়ুন- ওয়ার্ক ফ্রম হোম এখন আরও সহজ, নিউটাউন উদ্বোধন ওয়ার্কিং পডের
এরই মধ্যে বিজেপি নেতা সজল ঘোষকে লালবাজার সেন্ট্রল লক-আপে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিশ। সজল ঘোষের স্ত্রী তানিয়া, পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন মুচিপাড়া থানায়। তাঁর অভিযোগ, সজল ঘোষকে গ্রেফতার করার সময় কোনও মহিলা পুলিশ ফোর্স পাঠানো হয়নি। আরও একটি অভিযোগ দায়ের করেছে মুচিপাড়া এলাকার ‘মেনস বেঞ্চ ক্লাব’। ক্লাবের একাধিক সদস্যের অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেনস বেঞ্চ ক্লাবে ভাঙচুর চালিয়েছে। তাঁদের কয়েক জন আহত হয়েছেন।
আরও পড়ুন- পরকীয়ার জেরে জামাইয়ের হতে খুন শাশুড়ি, চাঞ্চল্য ভাতারে
সজল ঘোষ স্থানীয় বিজেপি নেতা প্রদীপ ঘোষের ছেলে। প্রদীপ ঘোষ এক সময়ের ডাকসাইটে কংগ্রেসি নেতা। পরে তৃণমূলে যোগ দেন। সেখান থেকে দল বদলে বিজেপি।
আরও পড়ুন- পাহাড়ে খবরের শিরোনামে গুরুং, ৪ বছর পর নতুন করে মদন তামাং খুনের ফাইল খুলল সিবিআই
সন্ধে থেকেই সজলের মুক্তির দাবিতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থক, কর্মীরা। পাল্টা জমায়েত করে তৃণমূল। স্লোগান পাল্টা স্লোগানে ধুন্ধুমার বেধে যায়। বিজেপির একটি মিছিল লেবুতলা পার্ক চক্কর কেটে মুচিপাড়া থানার সামনে জমায়েত করে। সায়ন্তন বসু, অর্জুন সিংয়ের মত নেতারাও ঘুরে যান।