কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) বালি। বালি (Bali) মানে চোখের সামনে ভেসে ওঠে একটি লোভনিয় পর্যটন কেন্দ্র। বিদেশের মাটিতে সমুদ্র উপকূলে ছুটি কাটানো সেলিব্রিটি জায়গা বললে ভুল হবে না। কিন্তু জানেন কি উত্তরবঙ্গে এমন একটা জায়গা রয়েছে যাকে বলা হয় উত্তরবঙ্গের বালি। আর আসল নাম সানটুক। একেবারে একটা অফবিট জায়গা।
উত্তরবঙ্গের বালি
উত্তরবঙ্গের ট্রাভেল ডেস্টিনেশনগুলির মধ্যে এই সানটুক বা উত্তরবঙ্গের বালি এখন হাইট্রেন্ডিং। সোস্যাল মিডিয়া খুললেই সেখানে দেখা যাচ্ছে এই অফবিট ট্যুরিস্ট স্পটের কথা। যাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের বালি। কোথায় রয়েছে এই জায়গা। কালিম্পংয়ের একেবারে অফবিট ডেস্টিনেশন সানটুক।
আরও পড়ুন: Weather Update | দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, জানুন কোন ৪ জেলায় ভারী বৃষ্টির পুর্বাভাস
স্যুইং বেড
এই সানটুকে গুটি কয়েক হোম স্টে রয়েছে। তার মধ্যে একটি হোমস্টেকে কেন্দ্র করে আকর্ষণ বেশি। তার অন্যতম কারণ এখানে রয়েছে একটি স্যুইং বেড। পাহাড়ের গায়ে ঝুলন্ত বিছানা। একেবারে অন্যরকম একটা অনুভূতি দেেব। হোমস্টে তা এতো সুন্দর একটা জায়গায় যে এই সুইং বেডে বসে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করা যায়। কুয়াশা থাকলেও ক্ষতি নেই। এখানে অসাধারণ লাগবে এখানে বসে থাকতে।
একেবারে ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের মজা দেবে সানটুকের এই রিসর্ট। এখানে হোমস্টের মধ্যে একটা হার্ট শেপের বেঞ্চ রয়েছে। সেটা ফটো শ্যুটের জন্য তৈরি করা হয়েছে। সেটা পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা । একানে এসে এই জায়গায় বসেই দিন কাটিয়ে দেন সকলে।