কলকাতা টিভি ওয়েব ডেস্ক : দীর্ঘ ২৬ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান। শনিবার সকালে আরিয়ানের রিলিজ অর্ডার এসে পৌঁছয় জেলের বেল বক্সে। এরপর আরিয়ানকে মন্নতে ফিরিয়ে আনতে মন্নত থেকে রওনা দেন শাহরুখ। ১১ নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান। তারপরেই মন্নতের উদ্দেশে রওনা দেন।
মাদক মামলায় বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট (Bomaby High Court)। কিন্তু শুক্রবারও মন্নত ফিরতে পারেননি আরিয়ান খান৷ আর্থার রোড জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, সময়মত নথি এসে পৌঁছয়নি তাঁদের কাছে৷ তাই আরিয়ান শুক্রবার মুক্তি পাননি। তবে, শনিবার সকাল হতেই মুক্তি পেলেন আরিয়ান।
আরও পড়ুন – শাহরুখকেও আটকেছিলেন সমীর!
কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিন দিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।
আরও পড়ুন – ২৫০ কোটিতে রফা সেরেছেন আদিত্য
আগে থেকে খবর পেয়ে ২ অক্টোবর সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। আরিয়ান ও তাঁর বন্ধুরা ছাড়া বাকিরা হলেন নুপুর সাতিজা, ইস্মিথ চন্দা, মহাক জাসওয়াল, গোমিত চোপড়া ও ভিক্রন্ত ছোক্কার।
এরপর রবিবার টানা জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান এবং তাঁর দুই বন্ধুকে। আরিয়ানের কাছেও মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। আরিয়ানের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের মধ্যে রয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস।
মন্নতের উদ্দেশে রওনা দিলেন আরিয়ান
এরপর রবিবার অর্থাৎ ৩ অক্টোবর শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করে NCB। জিজ্ঞেসাবাদের জন্য আদালতের কাছে আরিয়ান ও তাঁর বন্ধুদের হেফাজত চায় এনসিবি। শাহরুখ পুত্রের জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে। যদিও, এই বিষয়ে আদালত জানিয়ে দেয়, যে নিষিদ্ধ মাদক এনসিবি পেয়েছে সেই সম্পর্কে অভিজুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। তাই এই মুহূর্তে তাঁদের এনসিবি হেফাজতে রাখা প্রয়োজন।
আরও পড়ুন- শাহরুখের পাশে জুহি, আরিয়ানের গ্যারান্টার হলেন অভিনেত্রী
তারপর থেকে বারবার আবেদনের সত্ত্বেও জামিন পাননি আরিয়ান। টানা ২৬ দিন আর্থার রোড জেলেই ছিলেন আরিয়ান। কয়েকদিন আগে শাহরুখ জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখাও করে আসেন। অবশেষে গ্রেফতারির ২৬ দিন পর শাহরুখের জন্মদিনের ৩ দিন আগেই মন্নতে ফিরলেন আরিয়ান।