আরামবাগ: হিংসা যেন কিছুতেই থামছেই না। পঞ্চায়েত ভোটকে (Panchayat Election 2023) ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি উঠে এসেছে। ঝরছে রক্ত। শাসক থেকে বিরোধী, প্রাণ যাচ্ছে প্রায় সব দলের কর্মীদের। রাজ্যে ভোটের বলি হয়েছেন ১২ জন। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যুর খবর সামনে এসেছে মুর্শিদাবাদ থেকে। শনিবার দুপুরে ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ৩ ভোটার। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির খানাকুলে। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, খানাকুলের নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয়দের অভিযোগ, এই সময় মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। ঘটনার জেরেই গুলি এসে লাগে।দুজনের পেটে ও এক ব্যক্তির নাকে। আহতদের নতিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নাম কাজল পাঁজা,সৌমেন লালা,অশোক বাউর। সকলেই নতিবপুরের বাসিন্দা বলে খবর।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Purulia | পুরুলিয়ায় বুথে অনুপস্থিত শাসকদলের এজেন্ট
প্রসঙ্গত, বুথে গোলমালের জেরে আরামবাগের ধামসায় ২৪১ নম্বর বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে পালায় গুষ্কৃতীরা। সেই ব্যালট বক্স ফেলে দেওয়া হয় পুকুরে। অন্যদিকে, বোমাবাজির জেরে ভোটগ্রহণ বন্ধ হয়ে গিয়েছিল আরামবাগের হিয়াতপুরের ২৮৩ নম্বর বুথে। বুথের প্রিসাইডিং অফিসারকে ধরে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ সামনে এসেছে। আহত প্রিসাইডিং অফিসারকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।