নয়াদিল্লি: ভারতে রিটেইল স্টোর (Retail) খুলতে চলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড (US Tech Giant Apple Inc)। আইফোন (iPhone), আইপ্যাড (iPad), ম্যাকবুক (MacBook), আইম্যাক (iMac) সহ একাধিক অ্যাপল প্রোডাক্ট (Apple Product) ভারতে বিক্রি হয় ঠিকই, কিন্তু তা হয় ফ্র্যাঞ্চাইজি (Franchise) মারফৎ। অ্যাপলের কোনও নিজস্ব স্টোর (Apple Owned Store) নেই এখনও পর্যন্ত। কিন্তু এবার নিজেদের প্রথম রিটেইল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এই টেকনোলজিক্যাল কোম্পানি (Technology Company)। সেই মতো কর্মী নিয়োগ (Employee Recruitment) করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার (World’s Second Biggest Smatphones Market)। আইফোন সহ প্রায় সমস্ত অ্যাপল প্রোডাক্টের চাহিদা রয়েছে ভারতে। সাম্প্রতিক বছরগুলিতে অ্যাপল প্রোডাক্ট বিক্রিও বেড়েছে ভারতে। ২০২০ সাল থেকে ভারতে ডিরেক্ট অনলাইন স্টোরও (Direct Online Store) খুলেছে অ্যাপল। কিন্তু ইট, সিমেন্ট, কাচ দিয়ে তৈরি কোনও বাস্তবিক অর্থাৎ ফিজিক্যাল স্টোর (Physical Store) এখনও পর্যন্ত খোলেনি মার্কিন এই টেক সংস্থা। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলেছে, ভারতে অ্যাপলের ব্যবসা বেড়েছে, অ্যাপল প্রোডাক্ট কেনার জন্য ভারতীয় তরুণ প্রজন্ম অর্থ খরচও করছে। মূলত সেই কারণেই অ্যাপল এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে নজর রাখছে।
আরও পড়ুন: Kriti Kharbanda’s ethnic looks: বলিউডের এই অভিনেত্রীর ট্র্যাডিশনাল সাজ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে
গত শুক্রবার অ্যাপল তাদের অফিসিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার পেজে (Career Page of the Apple Official Website) বিজ্ঞাপন দিয়েছে। সেখানে মোট ১২টি ডিভিশনে কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। এরমধ্যে অন্যতম হল – বিজনেস এক্সাপার্ট (Business Expert), জিনিয়াস (Genius), অপারেশনস এক্সপার্ট (Operations Expert) এবং টেকনিক্যাল স্পেশালিস্ট (Technical Specialist)-এর মতো গুরুত্বপূর্ণ পদ। অ্যাপল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, ভারতে এই মুহূর্তে একশোটিরও বেশি চাকরির পদ রয়েছে। শনিবার দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী মুম্বই (Mumbai) এবং নয়াদিল্লির (New Delhi) মতো ভারতের বিভিন্ন স্থানে নিজেদের রিটেইল স্টোর খুলবে অ্যাপল।
এখানে উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হওয়ার পাশাপাশি ভারত বিশ্বের অন্যতম দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন বাজার (One of the Fastest Growing Smartphone Market in the World)। মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ২০২০ সাল থেকে সরাসরি প্রোডাক্ট বিক্রি শুরু করেছে ভারতে, তারপর থেকেই এদেশে নিজস্ব রিটেইল স্টোর খোলা কথা চিন্তাভাবনা শুরু করে মার্কিন টেক সংস্থা। সম্প্রতি ভারতে তাদের লেটেস্ট মডেলের আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) ম্যানুফ্যাকচার করার কথাও জানিয়েছে অ্যাপল। ইতিমধ্যেই ভারতের চেন্নাইতে (Chennai) আইফোন ১৪ সিরিজের স্মাটফোন অ্যাসেম্বলও করা হচ্ছে গত সেপ্টেম্বর থেকে। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতীয় বাজারের চাহিদা মেটাতে ৮০ শতাংশ আইফোন ফক্সকনের (Foxcon) সঙ্গে পার্টনারশিপে ভারতে তৈরি হচ্ছে। সম্প্রতি ভারতের দিকে অ্যাপলের নজর দেওয়ার অন্যতম কারণ হল, চীনের কোভিড পরিস্থিতি এবং কোভিড নীতির (Covid Situation and Covid Policy in China) জেরে সাম্প্রতিক সময়ে সেদেশের অ্যাপল প্রোডাক্ট তৈরি ধাক্কা খাচ্ছে। তার জেরে অ্যাপল আইফোন ১৪ সিরিজের বিক্রিও মার খেয়েছে চাহিদা মতো সাপ্লাই না থাকায়। তবে সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, অ্যাপল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত সমস্যা মিটতে শুরু করেছে এবং ফক্সকন বোনাস দিয়ে নতুন কর্মীদের ডেকে আনায় হাল ফিরছে। ফলে ডিসেম্বরে তুলনায় ভালো আয় হয়েছে অ্যাপল ইনকর্পোরেটের।