জলপাইগুড়ি: অনেক দিনের দাবি ছিল মহকুমা করার। ধূপগুড়ি (Dhupguri) উপনির্বাচনের (By Election) দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে জোরালো আন্দোলনও চলছিল ধূপগুড়িকে অবিলম্বে মহকুমা (Sub Division) ঘোষণা করতে হবে। প্রথম তিন দলীয় প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে প্রত্যেকেরই প্রথম অঙ্গীকার ছিল ধুপগুড়িকে মহকুমা তৈরি করার। এমনকী প্রার্থী নির্মল চন্দ্র রায়ের ইশতেহার প্রকাশেও প্রথমেই ছিল ধুপগুড়িকে মহকুমা করে তোলার কথা। কিন্তু আজ ২ সেপ্টেম্বর ধুপগুড়ির ঠাকুরপাট ফোনির মাঠে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর আজকের এই সভার দিকেই তাকিয়ে ছিলেন ধুপগুড়ির মানুষ। ধুপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয় কি না। অবশেষে সব জল্পনা কাটিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়িকে মহকুমাতে রূপান্তরিত করা হবে এ কথা জানিয়ে দিলেন অভিষেক। তারপরেই উল্লাসে ফেটে পড়েন ধুপগুড়ির মানুষ।
শনিবার বিকেলে মহকুমা নাগরিক মঞ্চের তরফ থেকেও এজন্য ধুপগুড়ির মানুষকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে বাজনা ঢাক ঢোল বাজিয়ে একটি শোভাযাত্রা বের করে টাউন তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, মানুষের বহুদিনের দাবি ছিল ধুপগুড়িকে মহকুমা করার। আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করে দিয়ে গিয়েছেন আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হচ্ছে। তাই সেই আনন্দ এবং এই কথাকে ধুপগুড়ির মানুষের মধ্যে পৌঁছে দিতে আজকের এই শোভাযাত্রা।
আরও পড়ুন: রানাঘাটে কুন্দনকে জিজ্ঞাসাবাদ আসানসোল পুলিশের
রাজেশ কুমার সিং আরও বলেন, আমাদের অনেক দিনের দাবি ছিল এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই আশা পূরণ করেছেন। এবার আমাদের এই আসনটা উপহার দিতে হবে।