কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁকে আক্রমণ করতে গিয়ে সেলিম কুরুচিকর মন্তব্য করেছেন। বুধবার তৃণমূলের মহিলা সমর্থকরা সেলিমের বাড়ির সামনে তাঁকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান।
বিদেশিনীদের অ্যাকাউন্টে প্রভাবশালীদের দুর্নীতির টাকা রাখা হয়েছে বলে ইডি দাবি করেছে। সেই সংক্রান্ত খবরও প্রকাশ হয় সংবাদপত্রে। যদিও সেই সব খবরে কোথাও অভিষেকের নাম উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: মিছিলকে ঘিরে কটুক্তি, পার্টি অফিস জ্বালিয়ে দিল আদিবাসীরা
সোমবার বিদেশে বসে অভিষেক ইডিকে তোপ দেগে বলেন, ইডি সংবাদমাধ্যমের একাংশকে দিয়ে আমার বিরুদ্ধে মনগড়া গল্প ছড়াচ্ছে। তিনি সংবাদমাধ্যমকেও এক হাত নেন।
এই প্রসঙ্গেই মহম্মদ সেলিম তাঁর ফেসবুক পোস্টে ইংরেজিতে প্রস্টিটিউট শব্দটি ব্যবহার করেন। তাতে অভিষেকের ছবি দিয়ে লেখা হয়েছে, এমপি কাম মাফিয়া ডন কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি পর্যন্ত নানা কেলেঙ্কারিতে জড়িত। তিনি নিউইয়র্ক থেকে সেলফি শেয়ার করেছেন। বিজেপির বসেদের সাহায্যেই তিনি দেশ থেকে পালিয়েছেন। তিনি ১৫ জন বিদেশি বারবণিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
সেলিমের এই ফেসবুক পোস্ট নিয়েই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন সিপিএম রাজ্য সম্পাদক এ কথা বলতে গেলেন। সিপিএমের মহিলা এবং শ্রমিক সংগঠনের নেতা-নেত্রীদের বক্তব্য, যৌন পেশায় যুক্তদের যৌনকর্মী বলা হয়। আমরা তাঁদের অধিকারের লড়াইয়ের পাশে আছি। এ ব্যাপারে সেলিমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সিপিএম সূত্রে জানানো হয়েছে, আইনি নোটিস পেলে তার জবাব দেওয়া হবে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, সংবাদমাধ্যমে কারও নাম বলা হয়নি। প্রভাবশালী বলতে অভিষেকের নাম বোঝাচ্ছে, তাই বা কে বলল। এ তো ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি গোছের ব্যাপার হয়ে গেল।