মালদা: শহিদ দিবসের মঞ্চে হবে পঞ্চায়েতের (Panchayat Vote) বিজয় উৎসব। মালদায় (Malda) শেষ রবিবারের ভোট প্রচারে (Campaign) এসে ঘোষণা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মঞ্চ থেকে আগামী ২০২৪ সালের লোকসভা ভোটের দামামাও কার্যত বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই আগামী শহিদ দিবসে পঞ্চায়েতের বিজয় দিবস পালনের (Celebration) আগামা ঘোষণা করলেন তিনি।
এদিন ওই প্রচার মঞ্চে অভিষেকের নিশানায় ছিলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। যাঁকে তিনি বিজেপির এজেন্ট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একদিকে রাহুল গান্ধী বলছেন বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে। অন্যদিকে বাংলায় অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর ভাষা এক। সুকান্ত, দিলীপের ভাষার সঙ্গে অধীর চৌধুরীর ভাষা মিলে যাচ্ছে। অধীর চৌধুরী একবারও বিজেপির কোনও নেতার বিরুদ্ধে কথা বলেননি। তিনি অমিত শাহের পুলিশের উপর ভরসা রাখেন, রাজ্যের পুলিশের উপর নয়।
আরও পড়ুন: Mamata Banerjee | ভার্চুয়াল প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন অভিষেক আরও বলেন, কদিন আগে পাটনায় বিজেপির বিরুদ্ধে ১৭টি দল একজোট হয়ে বৈঠক করেছে। তার পরেই নরেন্দ্র মোদি জনসভায় বলেছেন, তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টার। অথচ শুভেন্দু অধিকারীকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই প্রচার মঞ্চে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, বাংলার যদি কেউ গ্যারান্টার থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা কথা দেন, সেটাই করেন। এখন মালদার ৮ লক্ষ ৩৪ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ৩৫ লক্ষ ১৭ হাজার পড়ুয়াকে ঐক্যশ্রী প্রকল্পে স্কলারশিপ দেওয়া হয়েছে। ১০ লক্ষ ৭৭ হাজার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। ১২ হাজার ২০০ জন জয় জোহার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ৪ লক্ষ ৩৫ হাজার মেয়েকে কন্যাশ্রী প্রকল্পে সাহায্য করা হয়েছে। ৪১ লক্ষ ৪২ হাজার মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। প্রত্যন্ত গ্রামেও এখন পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হচ্ছে।