নয়াদিল্লি, ২০ এপ্রিল : অমিত শাহ দিল্লির শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করছেন ৷ আর তাঁর সঙ্গে বিজেপি ৷ এমন অভিযোগ তুললেন আপ নেতা আমানাতুল্লাহ খান ৷ আর আজ, বুধবার থেকেই উত্তর দিল্লি পৌরনিগম বা এনডিএমসি বিতর্কিত জাহাঙ্গিরপুরীতে দখলদারি উৎখাত অভিযান শুরু করল ৷ গত সপ্তাহে শনিবার হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ তারপর বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগম দু’দিন ধরে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এ দিন সকাল দশটা নাগাদ শুরু হয় উচ্ছেদ অভিযান ৷ বুলডোজার দিয়ে একের পর এক ভেঙে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মান ৷ যদিও এ দিনই এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয় ৷
টুইটারে একটি ভিডিয়ো বার্তায় ওখলার আপ বিধায়ক বলেন, “এটা পবিত্র রামজান মাস ৷ এই সময় দখলদারি উচ্ছেদের নামে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়াটা শুধুমাত্র তাদের হেনস্থা করা ৷ এতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হবে ৷” গেরুয়া শিবির এবং পদ্ম নেতাদের তিনি মনে করিয়ে দেন, দেশের হাওয়া এমনিতেই যথেষ্ট বিষাক্ত হয়ে গিয়েছে ৷ তাই দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান খানের সতর্কবার্তা, “সময় থাকতে থাকতে এই ধরনের নিম্নমানের রাজনীতি বন্ধ না করলে, তা দেশটাকে ধ্বংস করে দেবে ৷”
জাহাঙ্গিরপুরীতে ‘দাঙ্গাবাজ’দের বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে ৷ মঙ্গলবার এনডিএমসি-র মেয়রকে চিঠি লিখে একথা জানিয়েছিলেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা ৷ এই উৎখাত অভিযানে কোনও হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, তার জন্য দিল্লি পুলিশকে কমপক্ষে ৪০০ জন নিরাপত্তারক্ষী নিয়োগের অনুরোধ করেছে উত্তর দিল্লি পৌরনিগম ৷
अमित शाह और भाजपा दिल्ली के शांति पूर्वक माहौल को रमज़ान के महीने में ख़राब करना चाहती है, MCD का इस्तेमाल कर अब जहांगीरपुरी में एंक्रोच्मेंट के नाम पर बुलडोज़र चलाने और एक ख़ास समुदाय को प्रताड़ित करने का नया फ़रमान जारी कर दिया गया इससे पूरे देश का माहोल ख़राब होगा। pic.twitter.com/7676f9d867
— Amanatullah Khan AAP (@KhanAmanatullah) April 19, 2022
উত্তর-পশ্চিম দিল্লির এই জাহাঙ্গিরপুরীতে শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে তুলকালাম কাণ্ড হয় ৷ দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে, এমনকি পাথর ছোড়াছুড়িও চলতে থাকে ৷ এতে ৮ জন পুলিশকর্মী এবং বহু স্থানীয় জখম হয়েছেন ৷