কলকাতা: বিএসএফ-এর (BSF) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় অভিনেত্রী অপর্ণা সেনের (Aparna Sen) বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি। গত ১৬ নভেম্বর মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিএসএফ খুন করছে (Murder) ও ধর্ষণ করছে বলে অপর্ণা সেন মন্তব্য করেন৷ তাই, নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে অপর্ণা সেনকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে৷ তা না হলে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে৷ কারণ, জনসমক্ষে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে এমন আপত্তিকর ও ঘৃণাপূর্ণ মন্তব্য করা যায় না বলে উল্লেখ করা হয়েছে৷
আরও পড়ুন-বিজেপির কলকাতা, হাওড়া পুরভোটের কমিটিতে অধিকাংশই প্রাক্তন তৃণমূল নেতা
কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর থেকেই সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের(BSF)এক্তিয়ার বৃদ্ধির বিষয় নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় বিরোধী প্রস্তাবও পেশ করা হয়। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত এই প্রস্তাব ভোটাভুটিতে ১১২-৬৩ ভোটে পাস হয়ে যায় বিধানসভায়।
এই প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে জানান, রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ণভাবে এই সিদ্ধান্ত রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ বলেও দাবি করেন পার্থ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে খর্ব করছে বলেও অভিযোগ তাঁর।
আরও পড়ুন-ত্রিপুরার পুরভোটে ৯ দফার ইস্তেহার প্রকাশ তৃণমূলের
মাস কয়েক আগে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করে এবার থেকে বিএসএফ রাজ্যের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার পর্যন্ত নজরদারির করতে পারবে। বিএসএফ সম্পর্কে এই সিদ্ধান্ত ঘোষণার পরেই অবিজেপি রাজ্যগুলি মুখ খোলে। এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ-রাজ্য সরকারের অধিকার খর্ব করছে বলেও অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেস এমনকি সিপিএম-ও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এই প্রসঙ্গেই আজ(এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত) বিরোধিতা-প্রস্তাব পেশ হয় বিধানসভায়। পরে বিজেপির বিরোধিতা সত্ত্বেও তা সহজেই পাশ হয়ে যায়।