কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের তরফে সর্বপ্রথম জানানো হয়েছিল রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করা হবে। তবে বহু বাগবিতণ্ডার পর সব জল্পনার অবসান ঘটিয়ে আদালতের নির্দেশ বুথের নিরাপত্তার দায়িত্বে থাকছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরই পাশাপাশি জেলা পুলিশ এবং কলকাতা পুলিশ থাকছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দায়িত্বে। এই মর্মে কলকাতা পুলিশ ১২ হাজার পুলিশকর্মীকে জেলায় জেলায় পাঠাল ভোটের আগের দিন। এখন প্রশ্ন হচ্ছে, ১২ হাজার পুলিশকর্মী যদি ভোটের জন্য বিভিন্ন জেলায় পাড়ি দেন তবে কলকাতার নিরপত্তার দায়িত্বে ফাঁক পড়বে না তো?
রাজ্য নির্বাচন কমিশন পুলিশ বাহিনী চেয়ে লালবাজারের শরণাপন্ন হয়েছিল। ভোটের জন্য ১২ হাজার পুলিশকর্মী জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুলিশের হেড কোয়াটার। জানা যাচ্ছে ভোট মিটিয়ে কলকাতা ফিরতে দিন চারেক সময় লাগবে এই সব পুলিশ কর্মীদের। সেক্ষেত্রে তিলোত্তমার বুকে কীভাবে নিরপত্তা বজায় থাকবে তা নিয়ে আলাদা পরিকল্পনা করেছে লালবাজার। কারণ শনি এবং রবিবার ট্রাফিক সমস্যা সেই ভাবে বোঝা না গেলেও সোমবার থেকে সেই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রাতে কলকাতায় পুলিশি টহলের জন্য অপরাধমূলক কাজ কমেছে। এই সব কথা মাথায় রেখেই ভোটের কয়েকদিনের জন্য বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন:
বর্তমানে কলকাতা পুলিশের মোট কর্মী সংখ্যা ২৪ হাজার। এরমধ্যে ১২ হাজার জেলায় পাড়ি দিলে। শহরের দায়িত্বে অর্ধেক পুলিশ থাকছে। যা সত্যিই উদ্বেগজনক। লালবাজারের এক সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল ভোটে কলকাতা পুলিশের প্রায় ১০ হাজার কনস্টেবলের থাকছে। এছাড়ও এসআই এবং সার্জেন্ট পদে থাকা অফিসার থাকছেন ৫০০ জন। ১৫০০ এএসআই-ও পাড়ি দিয়েছেন জেলায় জেলায়। তাই বোঝাই যাচ্ছে শনিবার গ্রামবাংলার ভোটের প্রভাব শহর কলকাতাতেও পড়তে চলেছে। সপ্তাহান্তে কলকাতার রাস্তা-ঘাটে সেই ভিড় চোখে ধড়া পড়বে না বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।