বক্তব্য – এক :
” ১৮ বছর ধরে যে দৌড়টা চলেছে , ত নিয়ে ভাবলেই নিজে অবাক হয়ে যাই। আজও স্পষ্ট চোখ বুজলেই দেখতে পাই জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার দিনটি। পিছনে ফিরে তাকিয়ে আজকের দিনটির কথা ভাবলে, বিশ্বাসই হয়না! ছোট থেকে বেড়ে ওঠার সময় সারাক্ষণ অসহায় মনে হত। হাজারো সংশয় মনে ভিড় করে থাকত।”
বক্তব্য – দুই :
” আগের দিন রাতে আলষ্টার কুকের সঙ্গে কথা বলেছিলাম। ও আমাকে অভিনন্দন জানাল। বছরের পর বছর আমরা ঘনিষ্ঠ বন্ধু। আমার মনে হয়, এই লম্বা দৌড় সম্ভব হয়েছে ভাগ্য আমার সঙ্গে আর ফিটনেস – যা এই পর্যায়ের সবধরনের চাপ নিতে পেরেছে।”
বক্তব্য – তিন :
” বল সুইং করানোটা আমার কাছে সহজাত ব্যাপার ছিল না। দিনের পর দিন খাটতে হয়েছে এটার উপর দখল আনতে। আমার যখন ১৮ বছর বয়স, তখন ইনসুইং করাটা শিখি। আর ম্যাচে তা ঠিকমতো করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। বহুদিন তা করতে করতে আজ এই বল করার উপর আত্মবিশ্বাসটা শক্ত পোক্ত হয়েছে। ”
কার বক্তব্য?
ইতিহাস সৃষ্টি করে ফেলা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড তিনি গড়ে ফেললেন। ১৬২ তম টেস্ট খেলছেন অ্যান্ডারসন।
এতদিন এই কৃতিত্ব ছিল দেশের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের দখলে । ১৬১টি টেস্ট খেলেছেন তিনি।
এখন থেকে ১৮ বছর আগে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে । সময় যতো এগিয়েছে ততো তিনি দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ।
এই টেস্ট ম্যাচটি খেলতে নামার আগে তাঁর নামের পাশে লেখা ছিল – ৬১৬ উইকেট। টেস্ট ক্রিকেটে একজন পেসারের সেরা সাফল্য এটি । ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন ৬১৬ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে। আর ৪ উইকেট পেলে তিনি ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলেকে টপকে যাবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টের ইনিংসের কথা ভুলতেই পারেননা অ্যান্ডারসন। ৭৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর থেকে এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৩০ বার পাঁচ বা তারচেয়ে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আর ৬টি উইকেট ঝুলিতে পুড়তে পারলে, তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১ হাজার উইকেটের মালিক হবেন ! ২৬০ ম্যাচে তার শিকার এখন ৯৯৪ টি উইকেট। ২০০৫ সালে ইংল্যান্ডের পেসার হয়ে এমন কৃতিত্ব ছুঁয়ে ছিলেন এন্ড্রু ক্যাডিক।
স্বস্তিতে নেই ইংল্যান্ড –
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে স্বস্তিতে নেই ইংল্যান্ড।
৭ উইকেট হারিয়ে উঠেছে ২৫৮ রান। আগের টেস্টের মত ররি বার্নস (৮১) লড়াই করায় রান দুশো’র গণ্ডি টপকালো। লড়ছেন ডান লরেন্স ( ৬৭ ব্যাটিং)। এই ম্যাচটি মাঠে বসে দেখছেন প্রায় ১৮ হাজার দর্শক।
ছবি:সৌ-টুইটার।