কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইনডোরের (Netaji Indoor) সভা থেকে বিরোধীদের জেলে ভরার হঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তাঁর ওই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police) এফআইআর (FIR) করবেন। সেই অনুযায়ী, হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। অভিযোগের প্রতিলিপি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে। আশা করি পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ করবে।
অভিযোগের পাশাপাশি পুলিশকে সময়সীমাও বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু লিখেছেন, যদি পুলিশ এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করে, তাহলে আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব। তারপর আমি এই অভিযোগটি নিয়ে আদালতের দ্বারস্থ হব।