দু’ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। ইংল্যান্ড – নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছে লর্ডসে। নিউজিল্যান্ড এই ম্যাচটিতে অনেক ক্রিকেটারদের না খেলিয়ে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে। ১০-১৪ জুন এই টেস্ট। আর ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত।
কিউই দলে চারটি পরিবর্তন হতে পারে। অধিনায়ক কেন উইলিয়ামসনও বিশ্রাম নিতে চলেছেন। স্পিনার আজাজ প্যাটেল এবং অলরাউণ্ডার ডারিল মিচেল খেলতে পারেন এই টেস্ট। কেন উইলিয়ামসনের স্থানে দায়িত্ব খেলতে পারেন উইল ইয়ং। ট্রেন্ট বোল্টও প্রথম টেস্ট না খেলার পর ম্যাচ ফিট হতে দ্বিতীয় টেস্টে খেলতে নামতে চলেছেন। অধিনায়ক কেন খেলছেন না, কারণ তাঁর কনুয়ের চোট। বছরের শুরুর দিকে, এই চোটটি লাগে। কিন্তু আই পি এল আর ইংল্যাণ্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেও নেন। দলের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, উইলিয়ামসনের কনুইয়ে এখনও অস্বস্তি রয়েছে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তা হলে, দলের নেতৃত্বে দেখা যাবে টম লাথামকে।
আই পি এল পর্ব সেরে দেরীতে ইংল্যান্ডে এসে – কোয়ারানটিন পর্ব সামলে আর প্রথম টেস্টে খেলতে পারেননি কিউই পেসার ট্রেন্ট বোল্ট। শেষ টেষ্টে দলে ফিরে জয় দিয়ে তা স্মরণীয় করে রাখতে চান বোল্ট।
শেষ ২২ বছর ইংল্যাণ্ডের মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি নিউজিল্যান্ড। বোল্টের মতে, ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতার সুযোগ আছে এবার। সেই চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি। লর্ডসে দারুণ খেলেছে কিউই দল। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এমনটাই বলেছেন বোল্ট।
ছবি: সৌ – টুইটার।