Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
চতুর্থ স্তম্ভ: খাজনার চেয়ে বাজনা বেশি।
সম্পাদক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ১০:০২:৪১ পিএম
  • / ১৪৬২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, সত্যি তো নয় আমরা জানি, কিন্তু আজ বোঝার চেষ্টা করবো, কতটা সত্যি নয়, এদেশের রাজা আর প্রজায় কতটা ফারাক, রাজা মানে দেশের প্রধানমন্ত্রী, যাঁর জন্য এই প্রথম আমেরিকান রাষ্ট্রপতির মত নিজস্ব বিমান কেনা হল, স্বাধীনতার পর থেকে কোনও প্রধানমন্ত্রীর এসব দরকার হয়নি, দরকার হয়নি নতুন বাংলোর, যার জন্য দিল্লির ম্যাপ বদলে দিতে হবে, আমরা এর আগে কোনও প্রধানমন্ত্রীর এত নিকষিত ব্র্যান্ড প্রেম দেখিনি, ম ব্লাঁ পেন, কার্টিয়ের এর গগলস, পা থেকে মাথা পর্যন্ত বিলাস ব্যবস্থা। দেখিনি আমরা আগে, তাই আসুন আজ দেখে নিই সেই রাজায় আর প্রজায় কতটা তফাত? কিছু পরিসংখ্যান রাখবো, তার প্রত্যেকটা এই সরকারের দেওয়া, অন্য কোনও তথ্যসূত্র ব্যবহার করবো না। কেবল বোঝার চেষ্টা করবো যে আমাদের রাজার সঙ্গে, দেশের আম জনতার ফারাক কতটা? এসব কথা বলতে গিয়ে এক অবান্তর গল্প মনে পড়ল, অবান্তরই বটে কারণ এ গল্প দিয়ে এর প্রেক্ষিত বোঝা যাবে না, তবুও মনে পড়ল যখন বলা যাক। দূর এক দেশের রাষ্ট্রপ্রধান, মন দিয়ে কাজ করছেন, সবে ক্ষমতায় এসেছেন, প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব। ক্ষমতায় আসা ইস্তক কিছু ষড়যন্ত্রও চলছে, এসবের মধ্যে ১৮/১৯ ঘন্টা কাজ করছেন, কিন্তু সেদিন বেশ কিছু দর্শনার্থী ছিল দরজার বাইরে, সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নাছোড়বান্দা এই কৃষকের দল ফিরে যাচ্ছে না, তাদের দাবি ধূর, অত কাজ হয় নাকি, আমরা এসেছি সেই কত দূর থেকে, কিছু উপহার এনেছি, নিজের হাতে না দিয়ে আমরা যাচ্ছি না, অগত্যা তাঁদের ভেতরে ডাকা হল, তাঁরা সাফ জানালেন কোনও দাবি নেই, তাঁরা শুনেছেন যে সারাদিন কাজ করে ওনার শরীর ক্লান্ত, তাই তাঁদের গ্রামে ফলানো কিছু কমলালেবু তাঁরা এনেছেন, তাই তুলে দিলেন। রাষ্ট্রপ্রধান তাঁদের ধন্যবাদ জানালেন, তাঁরা করমর্দন করে চলে গেলো। রাষ্ট্রপ্রধান তাঁর সেক্রেটারিকে বললেন, কমলালেবুগুলো কোনও হাসপাতালে বাচ্চাদের জন্য দিয়ে আসতে, সেক্রেটারি বললেন, বেশ তো, একটা দুটো রাখুন, ওরা হাতে করে দিল। ওরা হাতে করে দিয়েছে, আমি নিয়েছি, চুকে গেছে। দেশের মানুষ লেবু পায় না, আমি কী করে খাবো? এই ঘটনা নিয়ে গান লেখা হয়েছিল, ‘দেশ শুদ্ধু লোক যতদিন, পায়নি কমলালেবু, খান নি লেনিন।’। হ্যাঁ আমি ভ্লাদিমির ইলিচ লেনিনের কথা বলছিলাম, তিনিই সেই রাষ্ট্রপ্রধান।

শুনলে হাসবেন আমাদের রাজা, বলবেন, ওসব কমিউনিস্টদের প্রচার, এই জামানায় এসব হয় না, এখন ওসব গল্প বাজারে চলে না। তো চলুন পরের গল্পও মনে পড়ে গেল, বহুদিন আগেকার গল্প নয়, ভ্লাদিমির ইলিচ লেনিন মারা যাবার ৯৪ বছর পর, আর নরেন্দ্রভাই দামোদরদাস মোদীজি ক্ষমতায় আসার বছর, ২০১৪ র গল্প। জোসে আলবার্তো মুজিকা করদানো, উরুগুয়ের রাষ্ট্রপতি, ১২ বছর জেলে ছিলেন, ঠিক জেলে ছিলেনও বলা যাবে না, দেশের মানুষ জানতেনই না তাঁকে ধরে নিয়ে কোথায় রাখা হয়েছিল, তারপর তাঁকে, তার বন্ধুদের ছাড়তে বাধ্য হয় সরকার, ছাড়া পাবার পর বিভিন্ন দায়িত্ব পান, ২০১০ থেকে ২০১৫ ছিলেন উরুগুয়ের রাষ্ট্রপতি, নিজের সম্পত্তি ঘোষণার সময়ে দেখা যায়, একটা ১৯৮৭ ভক্সওয়াগন বিটল গাড়ি, যার দাম ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪৪ হাজার টাকা ছাড়া আর কিছুই নেই, সন্তান ছিল না, আছে স্ত্রী আর একটা পা নেই, এমন এক কুকুর ছানা, ম্যানুয়েলা। রাষ্ট্রপতির প্রাসাদে তিনি থাকতেন না, নিজের ছোট্ট খামারবাড়িতে থাকতেন, চাষ করতেন, তাঁর দেশের মানুষ তাঁকে তাঁর ডাক নাম পেপে বলেই ডাকত, হ্যাঁ তিনিও এক রাষ্ট্রপ্রধান। তাঁর সংসার চলতো রাজধানীর মন্টিভিডিওর সীমানায়, তাঁর এক ছোট্ট খামারে ক্রিসেন্থিমাম ফুল চাষ করে, অসুখ হলে হাসপাতালে সবার সঙ্গে লাইন দিয়ে ডাক্তার দেখাতেন, বহুকাল আগে নয়, এই সেদিনও। না, তাঁর সুরক্ষার জন্য আলাদা কোনও খরচ হতো না। তাঁর আমলে ২০১৪ তে উরুগুয়ের পার ক্যাপিটা ইনকাম ছিল, ১১ লক্ষ ৭৮ হাজার ২৪০ টাকা, হ্যাঁ, ডলারের মূল্য ৭০ টাকা ধরলে এটাই ছিল উরুগুয়ের পার ক্যাপিটা ইনকাম। আর আমাদের? পার ক্যাপিটা ইনকাম ৮৫০০ টাকার মত, হ্যাঁ মাসে ৮৩০০ টাকা, বছরে ৯৯ হাজার টাকার কিছু বেশি, পার ক্যাপিটা ইনকাম মানে? সব্বার আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, সব্বার। মোদীজির, আম্বানির, আদানির,সব্বার, আপনার আমার, হরিদাস পাল কিম্বা মধুসূদন জানা বা ইমরান আলি, বদর মিঁইয়া, পিনটু জোসেফ, কর্তার সিংয়ের, সবার আয় যোগ করে গড় আয় বার করা হয়, যেখানে গৌতম আদানির প্রতি ঘন্টায় রোজগার ৭০ কোটি, আম্বানির ৯০ কোটি টাকা, এটা অক্সফ্যামের রিপোর্ট। কর্পোরেট কর্তাদের আয়, উচ্চপদস্থ সরকারি কর্মচারি, সাধারণ রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের আয়ের সঙ্গে হরিদাস পালেদের আয় যোগ করে গড় আয় বার করা হয়, হরিদাস পালেদের আয়, মানে কেবল আম জনতার আয় এর গড় হিসেব বারকরলে তা মাসে ১৫০০/২০০০ এর বেশি হবে না। সে যাক, আদানি আম্বানি কামাবে, আমলারা বড় অঙ্কের মাইনে পাবে ঠিক আছে। এবার রাজার সঙ্গে তুলনা করা যাক, না আমি ওনার বিমানের কথা বাদ দিলাম, সারা বছর যার রক্ষণাবেক্ষণে ১২০০ কোটি টাকা খরচ হয়, বাদ দিলাম ওনার বি এম ডাবলিউ ৭ সিরিজের ৬ টা গাড়ি, যার প্রত্যেকটার দাম আড়াই কোটি টাকা, বাদ দিলাম ওনার বাস ভবন, ওনার মাইনে, ওনার বিদেশ ভ্রমণ ইত্যাদির খরচ, কেবল ওনাকে যেন কেউ না মেরে ফেলে, ওনার সুরক্ষার জন্য অন্য খরচও বাদ দিলাম। আসুন কেবল এসপিজির টাকাটা হিসেব করা যাক, স্পেশাল প্রটেকশন গ্রুপ, এক এলিট সুরক্ষা বাহিনী, এর আগে এই গ্রুপ অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী, গান্ধী পরিবার, (মাথায় রাখুন ওই পরিবারের ২ জন প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছে) এঁরাও এই এসপিজির সুরক্ষা পেত, এখন এই সুরক্ষা কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর, তার জন্য প্রতি মিনিটে, হ্যাঁ প্রতিমিনিটে খরচ হয় ৮১২৫ টাকা। দেশের মানুষের গড় আয় কত? মাসে ৮৩০০ টাকা। দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য কত খরচ হয়? প্রতি মিনিটে ৮১২৫ টাকা। উরুগুয়ের ২০১৪-১৫ সালে মানুষের বাৎসরিক আয় কত? ১১ লক্ষ ৭৮ হাজার, মাসে ৯৮ হাজার টাকা, দেশের রাষ্ট্রপতির জন্য সুরক্ষার আয় কত? শূন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাধারণ ট্রেনে করে যেতে দেখা গেছে, আমেরিকার রাষ্ট্রপতিকে মলে বাজার করতে দেখা গেছে, আমেরিকান রাষ্ট্রপতির মেয়ে রেস্তোরাঁতে ওয়েটারের চাকরি করেছেন, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইকেলে চেপে অফিসে গেছেন, ভিয়েতনামে একদা রাষ্ট্রপ্রধান, হো চি মিন নিজের কাপড় নিজে কাচতেন, কানাডার রাষ্ট্রপতি পার্কে নিজের সন্তানদের নিয়ে সময় কাটাতে পারেন, আমাদের দেশেই লাল বাহাদুর শাস্ত্রী, এক সঙ্গে তিনটের বেশি জামা কাপড় রাখেননি, আমাদের দেশেই কেরলের মুখ্যমন্ত্রী ই এম এস নাম্বুদ্রিপাদ সাইকেলে চেপে সচিবালয়ে যেতেন, আমরা এর আগে এতজন প্রধানমন্ত্রী দেখেছি, যাদের কারোর মনে হয়নি, নতুন, আরও সুরক্ষিত বাসভবন দরকার, এবং তার নির্মাণ চলছে এই অতিমারির মধ্যে, সেই প্রধানমন্ত্রী প্রতি মিনিটে যে টাকা তাঁর সুরক্ষার জন্য খরচ করেন, তা আমাদের দেশের মানুষের গোটা মাসের আয়। প্রতি মিনিটে সেই খরচ, ৮১২৫ টাকা, ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার টাকা, এক দিনে খরচ হয় ১ কোটি ১৭ লক্ষ টাকা, মাসে ৩৫ কোটি টাকা, বছরে ৪২৯ কোটি টাকা!

আইএমএফ, ইউনেস্কো, ইউনাইটেড নেশন ইত্যাদির মত সংস্থাগুলোর তথ্য বলছে দিনে ২ ডলার, মানে ১৫০ টাকার কম রোজগার করে, তারা গরীব। আর সেই তথ্য অনুযায়ী ভারতবর্ষে ৯৫ কোটি গরীব মানুষের বসবাস, তারপর আর একটা তথ্য ওনারাই দিচ্ছেন, ভারতে ওই ৯৫ কোটি মানুষের মধ্যে অতি গরীব আছেন, যাদের আয় দেড় ডলার, মানে ৯১ টাকা, তাদের সংখ্যা ২৮ কোটি ৫০ লক্ষ, তার মানে ওই ৯৫ কোটির মধ্যে ২৮ কোটি ৫০ লক্ষের বছরে রোজগার ৩৩ হাজারের সামান্য বেশি, কেবল বেনারস, হ্যাঁ মোদীজীর কনস্টিচুয়েন্সি, সেখানকার ৬২ শতাংশ মানুষ এই ৯৫ কোটির মধ্যেই পড়েন, মানে তাঁদের রোজগার দিনে ১৫০ টাকা, তাঁরা যাঁকে নির্বাচিত করেছেন, সেই সাংসদের সুরক্ষার জন্য প্রতি মিনিটে ৮১২৫ টাকা খরচ হয়, রাজাকে প্রজাদের হাত থেকে বাঁচানোর খরচ।

লকডাউন পর্বে, দেশের ৮০ কোটি গরীব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে, প্রথম থেকে আগামী নভেম্বর পর্যন্ত ধরলে তার খরচ আড়াই লক্ষ কোটি টাকা, বিরাট মনে হচ্ছে তো? এবার আসুন অন্য হিসেবটা দেখা যাক, আমাদের প্রধানমন্ত্রী, তাঁর ক্যাবিনেট, সচিবালয়, পিএমও, আমলা ইত্যাদির জন্য কত খরচ হয়েছে? এক বছরেই এই খরচ ৮ লক্ষ কোটি টাকা, মানে? মানে হল, দেশের অভুক্ত মানুষের খাবারের জন্য খরচ আড়াই লক্ষ কোটি টাকা, সেই ব্যবস্থা করার জন্য যে ব্যবস্থা, সিস্টেম আছে তার জন্য খরচ হয়েছে ৮ লক্ষ কোটি টাকা। একেই বলে খাজনার চেয়ে বাজনা বেশি, দেশের মানুষকে বলুন, জনে জনে গিয়ে বলুন, দেশের মানুষ ভুখা, দেশের প্রধানমন্ত্রীর বিলাস ব্যবস্থার ভারে মানুষের খাবার জোটে না, আমাদের অমন রাজার দরকার নেই, অমন রাজা বিদেয় হোক।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

তামান্নাকে সমন মহারাষ্ট্র পুলিশের
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
স্ত্রী-ধনে অধিকার শুধু স্ত্রীর, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ব্যালটে নয়, ভোট হবে ইভিএমেই, ভিভি প্যাট মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ভিভিপ্যাট খারাপ, গঙ্গারামপুরে থমকে ভোটপ্রক্রিয়া
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বুথ থেকে বেরিয়েই ফের মোদিকে নিশানা প্রকাশের!
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
তৃণমূল-কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করছে, মালদহে অভিযোগ মোদির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
১৫ দিন ধরে পাল্লা দিয়ে লোডশেডিং, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বিজেপিকে ভোট দিন, তৃণমূল প্রার্থীর নামে লিফলেট ঘিরে বিতর্ক!
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
এই রাজ্যে সভ্যভাবে ভোট হওয়া মুশকিল, বললেন মিঠুন
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পানিহাটিতে সৌগত রায়ের নামে ব্যানার ছেঁড়া হল
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
স্টার্ক কি আজ বাদ? কী হবে নাইট একাদশ?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
দলীয় পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ফের দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুতে এক বছর পার, মেলেনি ক্ষতিপূরণ, ক্ষোভ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team