কোভিড পরবর্তী ইটালি এখন ইয়েলো জোনের দেশ। সে দেশে ক্রমেই স্বাভাবিক হচ্ছে কোভিড পরিস্থিতি। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে গোটা দেশই। করোনা সমসাময়িক বাধানিষেধ উঠছে অনেকটাই। ভিড় বাড়ছে কফিশপে। টেক অ্যাওয়ে নয় ফের একবার কফিশপেই জমাটি আড্ডার আয়োজন শুরু করছে ইতালি।
করোনা কালে বাইরে বেরোনোতে ছিল হাজার বাধা- নিষেধ। সেই নিষেধের ঝড় আপাতত থেমেছে। মহামারি সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল হয়েছে ইটালিতে।করোনা পরবর্তী ইটালি এখন সুরক্ষার হলুদ বলয়ের দেশ। কফিশপে যাওয়ার অনুমতি মিলেছে নাগরিকদের। নিষেধাজ্ঞার জালে এতদিন বন্দি থাকার পর কফিশপে আসতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি সেখানকার নাগরিকরা। ইউরোপের অন্যান্য অঞ্চলে এখনও কড়া লকডাউন থাকলেও একমাত্র ইটালিতেই লকডাউন শিথিল করা হয়েছে। সন্ধে ৬টা পর্যন্ত সেখানকার নাগরিকরা হোটেল, রেস্তোরাঁ, বার সর্বত্রই খাওয়াদাওয়া করতে পারবেন। সন্ধে ছটার পর থেকে রাত দশটা অবধি জারি থাকবে টেক অ্যাওয়ের সুবিধে। রাত ১০টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সে দেশে জারি থাকবে নাইট কার্ফু। ইটালির মোটামুটি ২০টি হাই রিস্ক অঞ্চলের মধ্যে ১৫টি অঞ্চলেই লকডাউন শিথিল করেছে সরকার। দেশে করোনা আক্রান্তের সংখ্যাও রীতিমতো কমতির পথে। যেটুকু নিষেধাজ্ঞা রয়েছে তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জারি থাকবেই বলেই খবর। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রও ধীরে ধীরে খুলছে। ইতিমধ্যেই খুলে গেছে ভ্যাটিক্যান মিউজিয়াম।ইটালির প্রাণকেন্দ্র রোমের অর্থনৈতিক উন্নতি অনেকাংশেই পর্যটনের ওপর নির্ভরশীল।ধীরে ধীরে সেখানকার পর্যটন কেন্দ্রও খোলার মুখে। কাজেই রোমও অর্থনৈতিকভাবে আবার সোজা হয়ে দাঁড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল