কলকাতা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
পিতৃপুরুষকে জল দিতে মর্ত্যে ফিরেছিলেন কর্ণ
শীর্ষেন্দু চক্রবর্তী Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ০৭:৫২:৫৫ এম
  • / ৯২১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

পর পর তিন বার ৷ শঙ্খধ্বনি ।

তার পর…

আলো না ফোটা ভোরের চার পাশের ছুঁয়ে ভেসে আসত বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠ— “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির।”

পুরুষেরা একে একে জড়ো হতেন নদীর পাড়ে । হাল্কা ঠান্ডায় ধুতির খুঁটে গা-মাথা ঢাকা এক দল মানুষ নিস্তব্ধ হয়ে বসে শুনে যেতেন দুর্গার সৃষ্টি, রণযাত্রা, বিজয়— ‘যা দেবী সবর্ভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা’ …চণ্ডীপাঠ আর পঙ্কজ মল্লিকের সুরে চরাচর ভাসানো গানের পর গান ।

শ্রোতারা স্থির । সবাই যেন ধ্যানে বসেছেন। ‘‘বাবার মতো অনেককেই দেখতাম, শেষের দিকে কাঁদছেন । কেন, তা তখন বুঝতাম না,’’ বলতে বলতে ফের স্মৃতির সরণিতে হারিয়ে যান আশি ছুঁইছুঁই শ্যামপদ বিশ্বাস। ‘‘সে শোনা তো শোনা নয় ! দুর্গতিনাশিনীর অসুরদলন একেবারে চোখের সামনে দেখতে পেতাম যেন । রণচণ্ডীর রণং দেহী রূপ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ফুটে উঠত চোখের সামনে । আজকের হরেক চ্যানেলে, টিভিতে সচিত্র সেই আখ্যান ওই রকম ফুটিয়ে তুলতে পারে না’’— এক নিঃশ্বাসে বলে গিয়ে থামেন প্রৌঢ় তপন দাস ।

গঙ্গার ঘাটে তর্পণ৷ ফাইল চিত্র৷

মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা । প্রাতে পিতৃতর্পণ । পিতৃপক্ষ বস্তুত প্রিয়পক্ষ । যাঁরা বিশ্বাসী, তাঁরা বিশ্বাস করেন, এই সময়ে পরলোকগত প্রিয়-পরিজন ফিরে আসেন মর্ত্যের মায়ায় । বৃষ্টির পথ বেয়ে নেমে আসেন তাঁরা । আর জীবিত উত্তরপুরুষেরা জলদান করে তাঁদের তৃপ্ত করেন। সেই ‘তৃপ’ ধাতু থেকেই ‘তর্পণ’। কিন্তু আম বাঙালির ঘরে-ঘরে কবেই যেন মহালয়া হয়ে উঠেছিল রেডিওর আওয়াজে জেগে ওঠা একটা আশ্চর্য ভোর। শোনা শেষ হলে তবে নদীমুখো হওয়া ।

আরও পড়ুন-প্রকাশ্যে মহিলার গলা কেটে খুন, সিসিটিভিতে ধরা পড়ল খুনের দৃশ্য

গঙ্গার পাড়ে আদুর গায়ে, ভেজা শরীরে, পরনে দুধ-সাদা ধুতি গলায় গামছা জড়িয়ে জলে পা ডুবিয়ে বসে আছেন কত মানুষ । তাঁদের হাতে ধরা তামার কুশি । তার মধ্যে জলে ডুবে যব, তিল, গঙ্গামাটি, ফুল, বেলপাতা তুলসী । বাবুবাগানের ষাটোর্ধ্ব মুরারী মণ্ডল বলেন, ‘‘পুরোহিত মন্ত্রোচ্চারণ করবেন আর সেই মতো পিতৃতর্পণ হবে, এটাই ছিল বিধান ।  তবে এখন অনেকে মাতৃতর্পণও করেন।’’ সেই দলে আছেন বিএ পাশ যুবক সুমন ভট্টাচার্যেরা তিন ভাই ।  কয়েক বছর ধরে বাবুঘাটের গঙ্গায় তাঁরা বাবা-মা দু’জনের উদ্দেশেই তিল-জল-তণ্ডুল দিয়ে আসছেন । সুমনের কথায়, ‘‘দেবী দুর্গা তো জগজ্জননী ।  তাঁর আগমনের আগে পিতৃতর্পণ হবে আর মাতৃতর্পণ হবে না? তা আবার হয় নাকি!’’ উল্টো দিকে, মহিলারা যে তর্পণ করতে পারেন, তা মানেন না গোঁড়া হিন্দুদের একটা অংশ ।

এত ক্ষণ সব ঠিক ছিল ৷ কিন্তু, এই সবের সঙ্গে না কি আসল যোগ, প্রকৃত প্রথম পাণ্ডব কর্ণেরই !

কী ভাবে কর্ণ ?

মহালয়ার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সম্পর্ক জানা বাঙালির, এমনকি আকাশবাণীর পরবর্তী মহালয়ার সঙ্গে উত্তমকুমারের ‘ব্যর্থ সম্পর্কে’র কথাও অনেকের জানা  ৷ তাই বলে মহাবীর কর্ণ ! জানা, যে মহালয়ায় পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু ৷ শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু মহালয় থেকেই ৷ মহালয়ার মধ্য দিয়েই মা দুর্গা পা রাখবেন মর্ত্যলোকে ৷ এ হল গিয়ে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অন্যতম তিথি ৷ কিন্তু, এর মধ্যে মহাভারত-পুরুষ কর্ণ কোথা থেকে এল ?

জলে নেমে চলছে তর্পণ৷ ফাইল চিত্র৷

আরও পড়ুন-লখিমপুরের ঘটনায় চুপ কেন মোদি, প্রশ্ন তৃণমূলের

মহাভারত অনুযায়ী, মৃত্যুর পর মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে তাঁকে খেতে দেওয়া হয় সোনাদানা, ধনরত্ন ৷ কর্ণ অবাক হন ৷ তিনি দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান, ব্যাপার কী ? ইন্দ্র জানান, তুমি সারা জীবন সোনাদানা, ধনরত্নই দান করে এসেছ, পিতৃপুরুষকে জল দাওনি ৷ তাই তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা ৷ উত্তরে কর্ণ বলেন, এতে আমার দোষটা কোথায় ! পিতৃপুরুষের কথা তো জানতে পারলাম কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগের রাতে ৷ মা কুন্তি এসে জানালেন, যে আমি না কি তাঁরই ছেলে ৷ তারপর তো যুদ্ধ ৷ আপন ভাইয়ের হাতে মৃত্যু হল আমার ! পিতৃতর্পণের সময়টা পেলাম কোথায় !

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে মৃতদের সৎকারে রাজি পরিবার

দেবরাজ ইন্দ্র বুঝলেন, প্রকৃতই কর্ণের দোষ নেই ৷ এরপরই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্ত্যে ফিরে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দেন ৷ ইন্দ্রের কথা মতো মর্ত্যে ফেরেন কর্ণও ৷ এক পক্ষ কাল অবস্থান করেন, কথা মতো পিতৃপুরুষকে অন্নজল দানও করেন ৷ যার পর পাপক্ষালন হয় কর্ণের ৷

কর্ণ মর্ত্যে এসে যে পক্ষ কাল থেকে পিতৃপুরুষকে অন্নজল দিলেন, তারই নাম হল পিতৃপক্ষ ৷ অর্থাৎ, কিনা কর্ণই পিতৃপুরুষের প্রতি তর্পণ করা প্রথম উত্তরপুরুষ ৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

৫০০ বছরের মধ্যে বিরলতম বছর হতে চলেছে ২০২৬! কী কী ঘটার সম্ভাবনা?
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
বড়দিনে মুম্বইয়ের গির্জায় বেজে উঠল জাতীয় সঙ্গীত!
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
দীপুর পর সম্রাট! বাংলাদেশে ফের গণপিটুনির শিকার সংখ্যালঘু যুবক!
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বিরাট-রোহিতের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে? কী বলল সংস্থা
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
পার্ক স্ট্রিটে বড়দিনের ভিড়, রাত হলেও চিন্তা নেই! চলবে স্পেশাল মেট্রো
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ফিরে দেখা: রাজনীতি থেকে যুদ্ধ, দুর্যোগ থেকে মহাকাশ অভিযান, বিশ্ব কাঁপানো সেরা ঘটনা
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
সামনে ঈশান, নেপথ্যে ধোনি! ফাঁস হল ঝাড়খণ্ডের ট্রফি জয়ের রহস্য
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
প্রতিটি পরিবারকে ন্যায়বিচার দিতে ব্যর্থ! কেন বললেন অভিষেক?
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
পানাগড়ের রাস্তায় সান্তার দেখা, ছোটদের হাতে তুলে দিলেন চকলেট
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
“আই হ্যাভ আ প্ল্যান,” তারেকের হুঙ্কারে চাপে পড়বে ইউনুস সরকার?
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ফিরে দেখা: পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর, দেশ কাঁপানো ঘটনার বর্ষপঞ্জি
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
মেলবোর্ন টেস্টে দলে নেই স্পিনাররা! অদ্ভূত সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বড়দিনে কল্যাণী লেক পার্কে উপচে পড়া ভিড়, আনন্দে মাতল আট থেকে আশি
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
‘পাপা আমার খুব কষ্ট হচ্ছে’ কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় যুবকের
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বিপদ পড়লে বাঁচাবে ফোনের ক্যামেরা! চালু হচ্ছে যুগান্তকারী ফিচার
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team