কলকাতা: এক সপ্তাহ আগে ভারী বৃষ্টিতে ভেসেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি৷ সেই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে না পেতেই হাজির আরও একটা ঘূর্ণাবর্ত৷ দোসর মৌসুমী অক্ষরেখা৷ তার প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সমূদ্র উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর।
আরও পড়ুন- মদ্যপ অবস্থায় পুনের ব্যস্ত রাস্তার মাঝে যোগাসন
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার পর বারানসি ও পাটনা হয়ে শান্তিনিকেতন ও ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এই জলীয় বাষ্প তৈরি করছে বজ্রগর্ভ মেঘের। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে নিরাপত্তা জোরদার করতে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে দিল্লি পুলিশ
আবহওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। সেগুলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে। তবে, টানা শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই।
আরও পড়ুন- প্রাণ বাঁচাতে টোকিও অলিম্পিক থেকে দেশে ফিরলেন না বেলারুশের দৌড়বিদ
আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলা গুলিতে। কালিম্পং, জলপাইগুড়িতে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।