টোকিও: দলের আদেশ অমান্য করে দেশে ফিরলেন না বেলারুশের দৌড়বিদ ক্রিস্তিয়ানা সিমানোসকায়া। কারণ, তাঁর আশঙ্কা দেশে ফিরলে তাঁকে হুমকির মুখে পড়তে হতে পারে৷ এ কারণে, তিনি নিজের দেশে ফেরার পরিবর্তে পোল্যান্ডের কাছে আশ্রয় চেয়েছেন। তাঁকে আশ্রয় দিতে রাজি হয়েছে চেক প্রজাতন্ত্র।
আরও পড়ুন- ইতিহাসের সবচেয়ে বড় বছর ১৯৭২
According to reports in media, the Belarusian sprinter Krystsina Tsimanouskaya, is flying from Tokyo to Vienna on board flight #OS52https://t.co/yLmK3AWSSc
Map shows great circle route to destination. Filled flight plan is outside of Belarus airspace. pic.twitter.com/OHtUDhxu41
— Flightradar24 (@flightradar24) August 4, 2021
২৪ বছর বয়সী বেলারুশের দৌড়বিদ ক্রিস্টিনা ক্রিস্তিয়ানা সিমানোসকায়া অলিম্পিকে অংশগ্রহণের জন্য জাপানে পৌঁছন। গত সোমবার তাঁর অলিম্পিকের ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণের কথা ছিল। কিন্তু স্বল্প সময়ের নোটিশে তাঁকে ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণের জন্য দল থেকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
#BREAKING Plane carrying Belarusian Olympic athlete lands in Poland pic.twitter.com/imtXULOC72
— AFP News Agency (@AFP) August 4, 2021
আরও পড়ুন- পাকিস্তানে দল বেধে মন্দিরে হামলার ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
ক্রিস্তিয়ানা সিমানোসকায়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কিছু মেয়ে রিলেতে অংশ নিতে পারেনি। তাই কোচ না জানিয়ে আমার নাম অন্তভূক্ত করে দেন। সবার সামনে আমি প্রতিবাদ করি। তারপর বলা হয়, উপরের নিদের্শে আমাকে বাদ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন- পকসো আইনের অপব্যবহার হচ্ছে, সংশোধনের প্রয়োজন মন্তব্য কলকাতা হাইকোর্টের
এ দিকে ক্রিস্তিয়ানা সিমানোসকায়ার সব অভিযোগ অস্বীকার করেছে বেলারুশ অলিম্পিক কমিটি। উল্টো তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে চিকিৎসকের পরামর্শেই নাকি বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- মহরম থেকে দুর্গাপুজো, করোনার জেরে উৎসবে রাশ টানতে রাজ্যকে চিঠি কেন্দ্রের
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও তাঁর ছেলে ভিক্টর ২৫ বছর ধরে বেলারুশ অলিম্পিক কমিটির নেতৃত্বে। অ্যাথলেটদের সঙ্গে সেচ্ছাচারী আচরণের অভিযোগে দুজনকে আগেই নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইউরোপের শেষ স্বৈরশাসক হিসেবে কুখ্যাতি রয়েছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর।