কলকাতা: পশ্চিমবঙ্গের সব পুরসভায় একসঙ্গে ভোটগ্রহণ সম্ভব নয়।হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে সোমবারই হাইকোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। রাজ্যের ১১২টি পুরসভায় একসঙ্গে পুরভোটে আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। তৃণমূল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলিও একসঙ্গে পুরভোট করানোর দাবি তোলে। এর প্রেক্ষিতেই হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় একসঙ্গে পুরভোট নয় কেন? কমিশনের আইনজীবী বিচারপতিকে জানান, তাঁরা হলফনামা দিয়ে বিষয়টি জানাতে চান। সোমবার কমিশনের তরফে সেই হলফনামাই জমা দেওয়া হয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়, একসঙ্গে রাজ্যে পুরভোট করানো বাস্তবিকই কমিশনের পক্ষে অসম্ভব। কারণ হিসেবে পরিকাঠামোর অপ্রতুলতার কথা তুলে ধরা হয়। কমিশন জানায়, রাজ্যে ১১২ পুরসভায় একসঙ্গে নির্বাচন করানোর জন্য ৩০ হাজার ১৭৩ ইভিএম প্রয়োজন। অথচ নির্বাচন কমিশনের (State Election Commission) হাতে রয়েছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। যার মধ্যে M1 ইভিএম ৭৮৫১টি এবং M2 ইভিএম ৭৮৩৬টি। এই সংখ্যক ইভিএম দিয়ে মেয়াদ উত্তীর্ণ ১১২ পুরসভার একসঙ্গে ভোট সম্ভব নয়।তাই প্রথম দফায় পুরভোট হবে কলকাতা ও হাওড়ায়।
আরও পড়ুন – স্বাস্থ্য সাথী নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল হাই কোর্ট
একই সঙ্গে হলফনামায় করোনা পরিস্থিতিরও উল্লেখ করা হয়। কলকাতা ও হাওড়ায় টিকাকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। সেই কারণেই প্রথম দফায় এই দু’টি পুরসভাকে ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অন্যান্য জেলাতেও টিকাকরণের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করা যায়। সেই মতো ১১২টি পুরসভায় ধাপে ধাপে ভোটগ্রহণ করানো হবে।