Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  পবিত্র ত্রিবেদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ০৫:১৭:৫৬ পিএম
  • / ১৪ বার খবরটি পড়া হয়েছে
  • পবিত্র ত্রিবেদী

কলকাতা: বাংলায় আসন সমঝোতার (Seat Sharing) ব্যাপারে এখনও আশাবাদী কংগ্রেস (Congress) এবং সিপিএম (CPM)। তবে জট কাটছে না। দক্ষিণ কলকাতায় প্রার্থীর হয়ে সিপিএম-সহ বামেরা একাই প্রচার চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ওই জেলা-সহ একাধিক জেলার কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেছেন, আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে বামেদের কোনও আলোচনা অনেক জায়গাতেই হয়নি। তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে।

এই অবস্থায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতা প্রদীপ প্রসাদ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, দলেরও কারও কারও চক্রান্তে আজ দক্ষিণ কলকাতা লোকসভা আসন কংগ্রেসের হাতছাড়া। তিনি লিখেছেন, দক্ষিণবঙ্গে কোন কোন আসনে কংগ্রেস লড়বে, তা এখনও অনিশ্চিত। সিপিএম এখনও ল্যাজে খেলাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলা সভাপতি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমিও নিজের মতো লড়াই করছি। কেউ বিভ্রান্ত হবেন না। জেলার মিটিং না হওয়া পর্যন্ত কেউ কংগ্রেসের পতাকা নিয়ে মার্কসবাদ জিন্দাবাদ করতে নামবেন না।

আরও পড়ুন: অসাবধানতাবশত বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের

এদিকে দক্ষিণ কলকাতা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতিরা আসন রফার প্রক্রিয়া নিয়ে কোনও আলোচনা না হওয়ায় ক্ষোভ জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। চিঠিতে জেলা কংগ্রেস নেতাদের বক্তব্য, তাঁরা বামেদের সঙ্গে আসন সমঝোতার কথা সংবাদমাধ্যমের থেকে জানতে পেরেছেন। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, বামেরা প্রথম দফায় ১৬টি আসনের তালিকা প্রকাশের আগে বাম নেতারা তাঁর সঙ্গে কোনও আলোচনা করেননি। এই অবস্থায় দলের সাধারণ কর্মীরা জানতে চান, তাহলে কে বা কারা বামেদের সঙ্গে আলোচনা করছেন।

জেলা কংগ্রেস নেতাদের আরও ক্ষোভ, বামেরা কংগ্রেসের জন্য যেসব আসন ছাড়ার কথা বলছেন, সেগুলিতে জেতার কোনও সম্ভাবনা নেই। অথচ দক্ষিণ কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে যেসব আসন সিপিএম বা বামেরা নিজেদের জন্য রেখেছে, সেগুলিতে কংগ্রেসের ভালো লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার নেতারা মনে করিয়ে দিয়েছেন, ২০১১ সালে তৃণমূলের সঙ্গে উদ্ভট সমঝোতা করতে গিয়ে কলকাতার ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন করে ফেলা হয়েছিল। এবারও সেই অবস্থার পুনরাবৃত্তি হতে চলেছে। তাঁরা অবিলম্বে কংগ্রেস সভাপতির হস্তক্ষেপ দাবি করেছেন।

এখন পর্যন্ত কংগ্রেস আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামেরা ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দুই দলেরই শীর্ষ নেতৃত্ব দাবি করছেন, অনেক ভেবেচিন্তে সমঝোতার রাস্তা তৈরি করতে হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই বলেছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার জন্য অনেক কষ্ট করে কাপড় সেলাই করতে হচ্ছে। কংগ্রেসের একটি অংশের মতে, যেভাবে জেলায় জেলায় দলীয় কর্মীদের মধ্যে্ সমঝোতা নিয়ে ক্ষোভ বাড়ছে, তাতে তাঁরা কতটা জোটপ্রার্থীর হয়ে পথে নামবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও খবর দেখুন

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মুর্শিদাবাদে আক্রান্ত ছয় তৃণমূল কর্মী
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে তৃণমূলকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, কমিশনে নালিশ তৃণমূলের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
খেলা হবে গানে নাচ, কটাক্ষ বিজেপির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
নাম না করে বিজেপির দেবাশিসকে খোঁচা তৃণমূলের শতাব্দীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আজ থেকে আরও বাড়বে শহরের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পশ্চিমবঙ্গে এনএসজি কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ’ সন্দেশখালি নিয়ে সরব মিঠুন থেকে সুকান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে দিনভর তল্লাশি, গুলি-বন্দুক, উদ্ধার শাহজাহানের নথিপত্র
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফায় কোন কোন হেভিওয়েটদের ‘ভাগ্য পরীক্ষা’ ?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
২৬১ রান করেও লজ্জার হার কলকাতার
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাপারাজ্জিদের উপর রেগে লাল জুনিয়ার এনটিআর, কিন্তু কেন?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team