কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং হিডকো কতৃপক্ষকে পৃথক ভাবে ১০ হাজার টাকা জরিমানা করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । জরিমানার টাকা জমা দিতে হবে রাজ্যের লিগ্যাল সেলকে।
স্কুল তৈরির জন্য সরকারের কাছ থেকে জমি নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে সেই জমি তিনি ফিরিয়েও দিয়েছিলেন। এই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া এবং তা পুনরায় ফিরিয়ে নেওয়ার পদ্ধতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন রাজ্য সরকার এবং হিডকো কতৃপক্ষকে জরিমানা করল আদালত।
৯ জুলাই ২০১২ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে লিখিত আবেদন জানান। ওই আবেদনে বলা হয়েছিল, তিনি একটি স্কুল এবং ক্রিকেট কোচিং সেন্টার খুলতে চান। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন। রাজ্যের মন্ত্রিগণ বৈঠকে সিদ্ধান্ত নেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার নিউ টাউনে ২ একর জমি ৯৯ বছরের জন্য লিজে দেবে।
৫ই ফেব্রুয়ারি ২০১৩ সালে রাজ্যের মন্ত্রীগণ সিদ্ধান্ত অনুযায়ী ওই জমি দেওয়া হয় ১০,৯৮ কোটি টাকায়। বলা হয়েছিল ওই জমিতে ১০+২ একটি স্কুল করতে হবে। হিটকোকে জানিয়ে দেওয়া মন্ত্রিগোষ্ঠীর এই সিদ্ধান্তের কথা। হিডকো জানিয়েছিল, ৭১ তম মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওই জমি দেওয়া হবে।
এরপর ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় জমির রাজ্য সরকারের কাছে ওই জমির দাম ৪৫% কম করার আর্জি জানান। ২৭ মে ২০১৩সালে রাজ্য সরকারের মন্ত্রীগোষ্টির বৈঠকে সিদ্ধান্ত হয় আগের দাম কমিয়ে ৫.২৭কোটি টাকায় ওই জমি দেওয়া হবে। ৯৯ বছরের জন্য হিডকো ইলেকট্রিক, জল, পুরো সার্ভিস নিয়ে ধার্য করে ৫ কোটি ৯০ লক্ষ ৩০ হাজার ৭২০ টাকা। ১৩ মার্চ ২০১৪ সালে হিডকো এবং গঙ্গোপাধ্যায় এডুকেশন ওয়েল ফেয়ার সোসাইটির মধ্যে চুক্তি হয়।
আরও পড়ুন – ভিড়ের মধ্যে তুলকালাম, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বন্দুক উঁচিয়ে হুমকির অভিযোগ
এই বিষয়ে ২০১৬ সালে হিউম্যানিটি ফর সল্টলেকের তরফ থেকে মামলা দায়ের করা হয়। তাদের দাবি, স্বল্প দামে টেন্ডার না ডেকে ওই জমি কেন দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে? অন্যান্য খেলোওয়ারদের জমি দেওয়ার ক্ষেত্রে টেন্ডার করে জমি বিলি করা হয়। যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে করা হয়নি বলে অভিযোগ তোলা হয়। এরপর অগস্ট ২০২০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ওই জমি রাজ্য সরকার কে ফেরত দিয়ে দেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বিশেষ উদ্দেশ্যে জমি নেওয়া হয়েছিল। কেন তা ফেরত দেওয়া হল? রাজ্য সরকার ও হিডকো কেনই বা জমি দিল? কেনই বা ফেরত নিল?
আরও পড়ুন – Bhawanipur bypoll: ভবানীপুরে দিলীপের প্রচারে ধুন্ধুমার, তুমুল ধাক্কাধাক্কি, মাথা ফাটল একজনের
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বাণিজ্যিক বা সামাজিক প্রেক্ষাপটে কোন জমি হস্তান্তরের পর তা যদি ফেরত নেওয়া হয় সেক্ষেত্রে কেন ফেরত দেওয়া হল তার উপযুক্ত কারণ দেখাতে হয়। এক্ষেতে সেই নিয়ম মানা হয়নি। তাই রাজ্য সরকার ও হিডকো কতৃপক্ষকে আলাদা আলাদা ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।