কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে ফের শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের এজলাসে দ্বারস্থ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২৬ জানুয়ারি জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দুর। গতকাল রাতে সন্দেশখালি ২ ব্লকের কয়েকটি এলাকায় আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুভেন্দুর দাবি, তাঁদের আটকানোর জন্যই এই চাল সরকারের। তাঁদের সোমবার যেতে দেওয়া হোক, এই আর্জি নিয়ে এদিন আদালতে যান বিরোধী নেতা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)
এদিন আদালতের তোপের মুখে পড়েন শুভেন্দু। বিচারপতি বলেন, সোমবার কেন ? অন্যদিন যান। সোমবারই আপনাকে যেতে হবে, এই দাবির কোনও গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যান। পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাধা হয়নি, দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি।
আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশনের সফরের মধ্যেই ফের উত্তপ্ত সন্দেশখালি
সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়ে প্রসঙ্গে আদালত জানায়, আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভালো না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিস দিতে হয়। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।
অন্য খবর দেখুন