কলকাতা: রাতের অন্ধকারে থেঁতলে দেওয়া হল যুবকের মাথা। বুধবার উত্তর কলকাতার আহিরীটোলার বিকে পাল অ্যাভিনিউয়ের ঘটনা। আহতের নাম ওমপ্রকাশ শর্মা। পেশায় হোটেল কর্মী তিনি। তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও জ্ঞান ফেরেনি। সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন। জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
আরও পড়ুন- ফোনে আড়ি পাতা নিয়ে তুমুল বিতর্ক, বিবৃতি দিল পেগাসাস নির্মাতা এনএসও
অভিযোগ রাতে কেউ বা কারা তাঁর মাথা থেতলে দেয়। কিন্তু সেই সময় কোনও চিৎকার শুনতে পাইনি তাঁর বাবা-মা। সকালে উঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার কিছুটা দূরেই একটি ইঁট পড়েছিল। তাতে রক্তও লেগে ছিল। যা নিয়ে শহরে স্টোন ম্যানের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- স্মৃতিকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, উত্তরপ্রদেশে জেলে প্রফেসর
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিল। তাই মঙ্গলবার রাতে নেশা করার সময় কারও সাঙ্গে বচসা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।