রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হুমকি’র অভিযোগ তুলে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনবাবুর অভিযোগ, তাঁকে খুনের পরিকল্পনা করছেন রত্না চট্টোপাধ্যায়। বৈশাখীকে ফাঁসাতে তাঁর বিরুদ্ধেও চক্রান্ত করছে রত্না। এমনই অভিযোগ জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি লিখলেন শহরের প্রাক্তন মেয়র। চিঠিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার আবেদনও জানান তিনি।
আরও পড়ুন: বিধায়ক পদ দল সিদ্ধান্ত নেবে, সাবধানী মন্তব্য মুকুলের
এর আগে ১৬ তারিখ রত্নার বিরুদ্ধে ‘হুমকি’র অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন রত্না। চিঠিতে বৈশাখী লিখেছিলেন, ‘আমাকে বারংবার হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত। উনি অত্যন্ত প্রভাবশালী, শাসক দলের নেত্রীর পাশাপাশি বিধায়কও। তাই আমি একাধিক অভিযোগের বিস্তারিত এই চিঠির মারফত আপনাকে জানালাম। আশা করি চিঠিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।’ সেই চিঠিতে শোভনের সুরক্ষার আর্জিও জানানো হয়।
আরও পড়ুন: বিলম্বে বোধোদয়, পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত বিজেপির
এদিকে আজকের চিঠিতে শোভনবাবু লেখেন, ‘বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। বিগত চার বছর ধরে তাঁরা আমার সঙ্গে রয়েছেন। আমার স্ত্রী রত্না তাঁদের বিরুদ্ধে আগেও চক্রান্ত করেছেন।’ শোভনবাবুর অভিযোগ, ‘বৈশাখীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুমকি দিয়েছেন রত্না। আমি এসএসকেএম-এ থাকাকালীন হামলার উদ্দেশ্যে সেখানে নিজের সহযোগী অভিজিৎ মৈত্র এবং সঞ্জয় রাউতকে পাঠিয়েছিলেন তিনি। আমার এবং আনার প্রিয়জনদের পর্যাপ্ত সুরক্ষার দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন শুভেন্দুর
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে দিনকয়েক আগে নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন শোভনবাবু। বেহালার বাড়িও বৈশাখীকে হস্তান্তর করার কথা সংবাদমাধ্যমে জানান শোভন। তারপরই এই ত্রয়ীর টানাপোড়েন অন্যমাত্রা নেয়। এদিকে আজকের চিঠি প্রসঙ্গে শোভনবাবুর ছেলে সপ্তর্ষি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, উনি একজন স্বার্থপর মানুষ। নিজের প্রেমজীবন নিয়েই ব্যস্ত।