কলকাতা: ফের বিপাকে তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ শান্তনু সেন (Santanu Sen )। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বেআইনি ভাবে ‘বিদেশী ডিগ্রি’ দেখিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করার। লেটারহেডে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ‘স্বীকৃতিহীন ডিগ্রি’র উল্লেখ করে বিতর্কে জড়ালেন শান্তনু। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজ্য মেডিক্যালের কাউন্সিল।
এ নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ বলেন, “আমাকে চিঠি দিয়ে দোষ দেওয়া হচ্ছে, এনরোল না করে প্র্যাকটিস করছি। অথচ বার করে আবেদন জানিয়েছি আমি। ১০ হাজার টাকা জমা দেওয়ার পরও চিঠি দিয়েছি। সেই সবের প্রতিলিপি আছে আমার কাছে। তার পরেও অন্য়ায় ভাবে আমাকে চিঠি দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: চাকরিহারাদের সাংবাদিক বৈঠক, মুখ্যমন্ত্রীর কাছে কী দাবি?
উল্লেখ্য, আগামী ২১ মে ২টোয় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শান্তনুকে। প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনুকে নোটিস দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, বেঙ্গল মেডিক্যাল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। দীর্ঘদিন রাজ্য মেডিক্যালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শান্তনু আরও জানিয়েছেন, ব্রিটেনের গ্লাসগো থেকে FRCP ডিগ্রি অর্জনের পর, বার বার করে তা নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এমনকী সেই বাবদ ফি-ও দিয়েছেন ১০ হাজার টাকার। কিন্তু মেলেনি তার জবাব। এখন নোটিস ধরিয়ে তাঁকেই দোষ দেওয়া হচ্ছে বলে দাবি শান্তনুর। চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে, আপনি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (FRCP, Glasgow) নিজের লেটারহেডে ব্যবহার করছেন, যা রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত নয়’। (West Bengal Medical Council)।
দেখুন আরও খবর: