কলকাতা: মহালয়ার আগের রাতে শহরে ফের চলল গুলি। মঙ্গলবার রাতে বাঁশদ্রোণী এলাকায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে মারাত্মকভাবে জখম হলেন একজন প্রোমোটার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সহযোগিতা করছে লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা।
বুধবার রাতে ওই প্রোমোটার কাজকর্ম সেরে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকাই তাঁকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে ওই প্রোমোটার। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় প্রোমোটারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা সংকটজনক। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুন: গুলিতে ক্ষতবিক্ষত শরীরের উপরেও বর্বর আক্রমণ, অসমে পুলিশের ফটোগ্রাফার গ্রেফতার
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই ঘটনা। ওই প্রোমোটারের স্ত্রীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে এলাকার কুখ্যাত দুষ্কৃতী জনি। কয়েক বছর ধরে প্রোমোটারের স্ত্রী জনির সঙ্গে থাকছে। সেই থেকে গোলমালের জেরে ওই প্রোমোটারকে গুলি চালিয়ে খুনের চেষ্টা করেছিল জনি বাহিনী। তবে এই ঘটনার পিছনে প্রোমোটিং সংক্রান্ত অন্যান্য কারণ হয়েছে কি না তাও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।