কলকাতা: ভবানীপুর উপ ভোটে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) প্রার্থী করেছে বিজেপি৷ যিনি নিজেও একুশের ভোটে এন্টালিতে প্রার্থী হয়ে তৃণমূলের কাছে হেরে গিয়েছিলেন৷ সেই তাঁকে ভবানীপুরের মত তারকা কেন্দ্রে প্রার্থী করায় অনেকেই ভ্রু কুঁচকেছেন৷ তাঁদের সোজাসাপ্টা ভাষায় জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ বলেন, ‘হারা প্রার্থীর বিরুদ্ধে হারা প্রার্থীই দিয়েছে বিজেপি৷’
লড়াই ত্রিমুখী হলেও এই কেন্দ্রের ফলাফল কী হবে তা মোটামুটি সকলেই আঁচ করে ফেলেছে৷ যে কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপি-সিপিএম কতটা ফ্যাক্টর হবে তা জানতে উৎসুক রাজনৈতিক মহল৷ তবুও প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না তারা৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, নন্দীগ্রামে জেতার ব্যাপারে তারা যতটা আশাবাদী ছিলেন ততটাই আশাবাদী ভবানীপুর নিয়ে৷
আরও পড়ুন: সিলেবাসে সাভারকার-গোয়ালকারের লেখা, সিপিএম শাসিত কেরলে তুমুল বিতর্ক
প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে মুরলীধর লেনের অফিসে অনেক নামই জমা পড়েছিল৷ কিন্তু সবাইকে টপকে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তাঁর নামে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ এত প্রার্থী থাকতে কেন মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হল তা খোলসা করে জানালেন বিজেপি সভাপতি৷ তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা লড়াকু নেত্রী৷ আমাদের প্রতিবাদী মুখ৷ দিল্লিতে অনেক নাম পাঠিয়েছিলাম৷ তবে আমরা চাইছিলাম কোনও মহিলা এই কেন্দ্রের প্রার্থী হোক৷’
ভোটের ময়দানে নবাগতা নন প্রিয়াঙ্কা৷ এর আগে দু’বার প্রার্থী হয়েছিলেন তিনি৷ তবে দু’বারই হেরে যান৷ কিন্তু আইনি লড়াইয়ে বিজেপিকে বড় জয় এনে দিয়েছেন প্রিয়াঙ্কা৷ রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় দলের অন্যতম প্রধান আইনজীবী ছিলেন তিনি৷ আর সেই মামলাতেই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে৷ তাই অনেক অঙ্ক কষে প্রিয়াঙ্কাকে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি৷ মমতা যেমন ভোট প্রচারে সিবিআই-ইডি নিয়ে বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছেন৷ তেমন বিজেপিও প্রচারে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরবে৷ আর প্রার্থী নিজেই যেখানে মামলা লড়েছে সেখানে প্রচারে অনেকটা মাইলেজ পাবে গেরুয়া শিবির৷ দিলীপ ঘোষ নিজেই বলেছেন, ‘অনেক চিন্তা ভাবনা করে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হয়েছে৷ মানুষের সহানুভূতি তিনি (মমতা) একাই যাতে না নিয়ে যেতে পারেন৷ এর আগে ভোটের সময় তিনি বারবারই বলেছেন, আমি মহিলা বলে আমাকে আক্রমণ করা হয়৷ তাই তাঁর বিরুদ্ধে মহিলা প্রার্থী দেওয়া হল৷’
কালো গাউন গায়ে বিজেপি প্রার্থী৷
আরও পড়ুন: রহস্যজনকভাবে খুন প্রাক্তণ বিজেপি নেতা আত্মারাম তোমার, ঘর থেকে উদ্ধার দেহ
প্রার্থী হিসেবে নাম ঘোষণা পরই নিজেকে ভবানীপুরের মেয়ে হিসাবে প্রচার করা শুরু করেছেন প্রিয়াঙ্কা৷ বলেন, ‘ভবানীপুর নিজের মেয়েকেই চায়৷ আমি ভবানীপুরে জন্মেছি৷ মমতা কিন্তু ভবানীপুরে জন্মাননি৷ আমার বিরুদ্ধ প্রার্থী একটি নির্বাচনে হেরেছে বলেই এখানে উপনির্বাচন হচ্ছে৷ হ্যা, তাঁর দল এই কেন্দ্রে জিতেছিল৷ কিন্তু তাঁরা গণতন্ত্রের কোনও পরোয়া করে না৷’ এখানে জেতার জন্য নিজেকে উজার করে দিতে প্রস্তুত প্রিয়াঙ্কা৷ বলেন, ‘পুরো শক্তি লাগিয়ে দেব জেতার জন্য৷ এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই৷’