কলকাতা : আমফান, যশের মত ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য এবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৈরি করা হবে হেলিপ্যাড। গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের তৈরি করা হবে এই স্থায়ী হেলিপ্যাড।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নেবে। দুর্গত এলাকায় তাড়াতাড়ি উদ্ধারকারী দল যাতে পৌঁছাতে পারে। দুর্গত এলাকায় জরুরী পরিষেবা যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় সেই দিকে নজর রেখে এই সিদ্ধান্ত। বিপর্যয়ের আগে এবং বিপর্যয়ের পরে এই হেলিপ্যাড গুলো কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন – ICore Chit Fund: আইকোর মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীকে ডাকল সিবিআই
১৪ জুলাই দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক রাজ্য পরিবহণ দফতরের চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ১৫ সেপ্টেম্বর রাজ্য পরিবহণ দফতর এই হেলিপ্যাড গুলো বরাদ্দ দেয় রাজ্য পূর্ত দফতরকে। পূর্ত দফতরের আর্থিক সংস্থান থেকেই এই হেলিপ্যাড গুলো তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
হেলিকপ্টার থেকে ত্রান দেওয়ার চিত্র
আরও পড়ুন – Babul Supriyo: তৃণমূল-একাদশে কোন পজিশনে খেলবেন বাবুল? বলবেন মমতা
স্থায়ী হেলিপ্যাড গুলি বানানোর জন্য ইতিমধ্যেই জমির চিহ্নিতকরণের কাজ শেষ করেছে রাজ্য সরকার। গোসাবার গোসাবা গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার মাঠ, পাথরপ্রতিমা গোপাল নগর গ্রাম পঞ্চায়েত, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত ও ডায়মন্ড হারবারের ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে এই হেলিপ্যাড গুলো তৈরি হবে বলে জানা গিয়েছে। এর হেলিপ্যাড তৈরি হওয়ার ফলে ঘূর্ণিঝড়ের আসার আগে থেকেই ব্যাবস্থা নিতে পারবে রাজ্য প্রশাসন। এছাড়াও দুর্গতদের কাছে পৌঁছাতেও বেশি সময় লাগবে না ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের।