কলকাতা: ঘড়িতে কাঁটায় কাঁটায় বেলা ৩.১৫ মিনিট৷ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, আজ তিনি তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী হিসাবে আসেননি৷ এসেছেন একজন সাধারণ ভোটার হিসাবে৷ ভোট দিয়ে বেরিয়ে বুথের সকলকে নমস্কার করে চলে যান৷ একটি কথাও বলেননি তিনি৷
এই মুহূর্তে তাঁর দিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ৷ রাজ্যকে ঘড়ির কাঁটার মতো মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর কাধে৷ সেই দায়িত্ব পালনে তিনি যে কতটা নিয়মানুবার্তী তার প্রমাণ দিলেন স্বায়ং মমতাই৷ সাদা গাড়িতে চেপে ভোট দিতে আসেন তিনি৷
আরও পড়ুন-ভবানীপুরের ভোটে মমতার সেনাপতিরা কে কোথায়
তাঁর ভোট দিতে আসার খবরে বুথের নিরাপত্তারক্ষী ও সাংবাদিকরা সজাগ ছিলেন৷ তিনি গাড়ি থেকে নামতেই হুমড়ি খেয়ে পড়েন সাংবাদিকরা৷ নিরাপত্তারক্ষীরা সকলকে সরিয়ে দেন৷ সাংবাদিকরা প্রশ্ন করে গেলেও কোনও কথা বলেননি মমতা৷ নীরবে ভোট কেন্দ্রে ঢোকেন৷ কিছুক্ষণের মধ্যে ভোট দান শেষে বেরিয়ে আসেন৷ সাংবাদিকরা তাঁর কথা শুনতে মুখিয়ে থাকলেও কোনও কথা বলেননি৷ তবে, তাঁর চোখ-মুখ ছিল উজ্জ্বল৷ যা বলে দিচ্ছিল আজকের ভোটে তাঁর জয় নিয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত৷