কলকাতা: দেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে দাবি করছে বিজেপি। অন্যদিকে সাধারণ মানুষের উপরে চাপ বাড়িয়ে ক্রমশ বাড়ছে জিনিষের দাম। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির(Fuel Price Hike) বিরাম নেই। এরই মাঝে ক্রমশ বাড়ছে রান্নার গ্যাসের দাম। যা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
চলতি সপ্তাহের ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম। যার ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১টাকা। গত এক মাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ল প্রায় ৫০ টাকা। একই সঙ্গে সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে ৭৩ টাকা ৫০পয়সা। বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১,৭৭০ টাকা ৫০ পয়সা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ২৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম।
আরও পড়ুন- বেআইনি নির্মাণের অভিযোগে ৪০ তলার দুটি আবাসন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
যা নিয়ে রাতের দিকে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপি পরিচাইত সরকার এবং তাঁদের নীতি এতটাই জনবিরোধী যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং রান্নার তেলের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি দেখেছি। এটি আমাদের জনগণ এবং তাদের পরিবারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।”
আরও পড়ুন- জল্পনা বাড়িয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির বিজেপির সাত বিধায়ক
একই সঙ্গে মমতা আরও লিখেছেন, “এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ক্ষমারও অযোগ্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, দয়া করে আমাদের জনগণের উদ্বেগে কমিয়ে অবিলম্বে এই ধরনের বৃদ্ধি প্রত্যাহার করুন।” টুইটের সঙ্গে গ্যাস সিলিন্ডারের একটি গ্রাফিক ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে লেখা, “SHAME ON BJP GOVERNMENT.”
It pains me deeply to see how apathetic the @BJP4India government is and how anti-people their policies are!
We have seen unprecedented hikes in petrol, diesel, cooking gas and cooking oil. This has taken a heavy toll on our people and their families. (1/2) pic.twitter.com/EVuA4vW9C3
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এর আগেও বহু বার সরব হয়েছেন বিরোধীরা। করোনা পরিস্থিতির মধ্যে অনেক মানুষের রোজগার নেই। জিনিসপত্রের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। যদিও এতো কিছুর পরেও তেলের দাম বৃদ্ধি বা রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে চুপ রয়েছে কেন্দ্রীয় সরকার।