ওয়েবডেস্ক- তীব্র দহন (Heat Wave) থেকে মিলবে কী স্বস্তি? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মধ্যে। অসহ্য গরমে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।
কালবৈশাখীর সতর্কতা (Kalbaisakhi Alert) জারি করেছে হাওয়া অফিস (Weather Office) । দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কমলা সতর্কতা (Orange Alert) জারি। রাজ্যজড়ে বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সর্বত্র। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই শনিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। কলকাতার বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও সকালে ও বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে। শনি থেকে সোমবারের মধ্যে ২–৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর থেকে জেলা! একধাক্কায় নামল পারদ
রবিবার কলকাতাতেও ঝড়–বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেইসঙ্গে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির চলতে থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির চলছে। ভারী বৃষ্টির হবে উত্তরের পাঁচটি জেলায়। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির চলবে। বইবে ঝোড়ো হাওয়া।
দেখুন ভিডিও-