কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোস নির্বাচন কমিশনের সমান্তরাল অফিস চালাতে চাইছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তিনি কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন, এমন অভিযোগ এনে রাজ্যপালের বিরুদ্ধে শুক্রবার নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ ঠুকে ছিল তৃণমূল (Trinamool)। শনিবার পাল্টা তার জবাব দিলেন রাজ্যপাল। তিনি বলেন, রাজভবনের তরফে কমিশনের কাজে কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না। সকলের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করার স্বাধীনতা আছে। তাকে আমি সম্মান দিই। পঞ্চায়েত ভোটে আমরা হিংসা দেখেছি। এবারে লোকসভা ভোটে হিংসা বরদাস্ত নয়। লোগসভা পোর্টালে যে সব অভিযোগ আসছে, কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।
এদিন রাজভবন থেকে এক ভিডিও বার্তায় রাজ্যপাল শাসকদলের অভিযোগের জবাব দেন। তৃণমূল শুক্রবার চিঠি দিয়ে রাজ্যপালকে এসব কাজে নিরস্ত করার জন্য কমিশনে আবেদন করে। রাজ্যপাল যে লোগ সভা পোর্টাল খুলেছেন রাজভবনে, তাও বন্ধ করার কথা বলেছে কমিশনকে।
আরও পড়ুন: নির্বাচনের আগে কোচবিহার লোকসভা কেন্দ্রে অভিযোগের পাহাড়
এই ইস্যুতে লোকসভা নির্বাচনের মুখে ফের রাজ্যপালের সঙ্গে শাসকদল সংঘাতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের সূচি ঘোষণা হওয়ার পরই রাজ্যপাল বলেছেন, এবার লোকসভা ভোটে হিংসা বরদাস্ত করা হবে না। ভোটের দিনগুলিতে আমি রাস্তায় থাকব। পঞ্চায়েত ভোটে আমরা হিংসা দেখেছি। এবার আর তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। শাসকদল রাজ্যপালের এই অতিসক্রিয়তাকে ভালো চোখে দেখছে না। তাদের বক্তব্য, কমিশন তো কাজ করছেই। তারপর আবার রাজ্যপালের পোর্টাল খোলার দরকার কী। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল তলে তলে দিল্লিতে কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। কয়েকদিন আগে কোচবিহারের দিনহাটায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। তাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। রাতেই রাজ্যপাল ওই ঘটনার নিন্দা করে বিবৃতি দেন। মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেন। পরের দিন তিনি দিনহাটায় পৌঁছে যান। এটাও ভালো চোখে দেখেনি রাজ্যের শাসকদল।
তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের আবহে কমিশন থাকার পরও জনগণের সঙ্গে সরাসরি সংযোগের জন্য রাজ্যপাল ‘লোগসভা পোর্টাল’ চালু করেছেন। তিনি ভোট নিয়ে সাধারণ মানুষের কাছে নানা বিবৃতি দিচ্ছেন। বাংলার রাজ্যপাল অবৈধভাবে লোকসভা নির্বাচনের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। যা আসলে নির্বাচনী বিধিভঙ্গের সমান। এই নিয়ে নালিশ ঠুকেছিল তৃণমূল। ২৪ ঘণ্টার ব্যবধানে নির্বাচন কমিশনে পাল্টা চিঠি দিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। তবে সেই চিঠির পাশাপাশি রাজ্যপাল আজ, শনিবার একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। রাজ্যপাল বলেছেন, যে কেউ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। জেনে রাখা ভাল, রাজ্যপাল পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে কোনও হস্তক্ষেপ করছেন না।
অন্য খবর দেখুন