কলকাতা: বাইক চুরির অভিনব কায়দা। চাকরির টোপ দিয়ে ডেকে এনে চাবি হাতিয়ে বাইক নিয়ে চম্পট। ঘটনার জেরে ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। অভিযোগ, ওয়েব সাইট খুলে চাকরির নাম করে বিজ্ঞাপন দেয় অভিযুক্ত সুদীপ্ত সরকার। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরাহনগরের বাসিন্দা সুদীপ্ত মণ্ডল। ফোনে তাঁকে নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টরের সামনে আসতে বলে অভিযুক্তরা। কথা মতো ১০ তারিখ বিকেলে নির্দিষ্টস্থানে চাকরিপ্রার্থী সুদীপ্ত মণ্ডল উপস্থিত হলে তাঁকে সেখানে বাইক রেখে পিছনের গেটে আসতে বলা হয়। সুদীপ্ত পিছনের গেটে গেলে বাইক আনার নাম করে তাঁর থেকে চাবি চেয়ে নিয়ে চম্পট দেয় দুই যুবক। দীর্ঘ দুদিন এলাকায় খোঁজাখুঁজি করেও বাইক না মেলায় নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে সুদীপ্ত মণ্ডল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে সুদীপ্ত সরকার ও তার সহযোগী।