কলকাতা: মামলার গেরোয় নানাবিধ জটিলতার মুখোমুখি হতে হয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা পদে আবেদনকারীদের। আদালতের নির্দেশে সেই জটমুক্তি ঘটলেও ফের নয়া অভিযোগ উঠেছিল। যা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- তৃণমূলের পর এবার কংগ্রেস, সাইকেল চালিয়ে সংসদে গেলেন রাহুল
গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আবেদনকারীদের ইন্টারভিউ নিতে পারবে কমিশন। তবে নিয়োগ করতে পারবে না। নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের অনুমতি নিতে হবে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- হিন্দু রীতি মেনে মেয়ের বিয়ে দিলেন মুসলিম অভিভাবক
কিন্তু অভিযোগ উঠেছিল যে যারা চাকুরিরত প্রার্থী, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে না। ২০১৬ সালে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। সেই সময়ে তারা বেকার ছিলেন। পরবর্তী সময়ে চাকরি পেয়েছেন। তাই তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। এই ধরণের প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন প্রায় সহস্রাধির প্রার্থী।
আরও পড়ুন- বিএসএনএল বিক্রির প্রতিবাদে কানে ল্যান্ডফোন নিয়ে খাকি পোশাকে বিক্ষোভ
এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিক শিক্ষক পদে আবেদনকারী কর্মরত প্রার্থীরা। যার ভিত্তিতে মঙ্গলবার কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ প্রাথমিক কর্মরত শিক্ষকদের ইন্টারভিউ নিতে হবে। চলতি সপ্তাহের বুধবার ইন্টারভিউয়ের শেষ দিন। ওই দিনেই মামলাকারীদের ইন্টারভিউ নিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ এই রায় দিয়েছে।