কলকাতা: অনুমতি নেই প্রশাসনের তরফে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই পথে নামতে চলেছে রাজ্য বিজেপি। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্য বিজেপির তরফে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। অতিমারি পরিস্থিতিতে রাজনৈতিক জমায়েতের উপর রয়েছে নিষেধজ্ঞা। বিজেপির অভিযান রুখতে সবরকম প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। বিনা অনুমতিতে বিজেপির জমায়েত রুখতে মরিয়া লালবাজার। কলকাতা পুলিশ সদর দফতর সূত্রের খবর, একজন অ্যাডিশনাল সিপি (এডিসিপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তৈরি রাখা হচ্ছে দল।
আরও পড়ুন: বিজেপির সন্ত্রাসে ঘরছাড়া তৃণমূল কর্মীরা
দায়িত্বে থাকছেন দু’জন জয়েন্ট সিপি, আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। সব মিলিয়ে প্রায় ১ হাজার বাহিনী মোতায়েন করা হবে রাজপথে। থাকবে পর্যাপ্ত ব্যারিকেডের ব্যবস্থাও। প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম। বিপর্যয় মোকাবিলা আইনে কলকাতা পুলিশ এই মুহূর্তে কোনও রকম রাজনৈতিক জমায়েতে অনুমতি দিতে পারে না। তবুও নিজেদের কর্মসূচী পালনে অনড় রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন রবিবার নির্ধারিত সময় মিছিল হবে। দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে জমায়েত হবে। মানুষের স্বার্থের কথা চিন্তা করেই মিছিল করছে বিজেপি, সাফ জানিয়ে দেন দিলীপ ঘোষ। তবে কলকাতা পুলিশের প্রস্তুতি পর্ব বুঝিয়ে দিচ্ছে , যে কোন বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করবে তারা।