কলকাতা: রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সকাল থেকেই ফিরহাদ-সুব্রত ভবানীপুরের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ভবানীপুর এলাকার বাইরের কোনও এলাকার থানায় নজরবন্দি করার দাবি বিজেপির।
ভবানীপুরের বেশ কিছু কেন্দ্রে রিগিং চলছে বলে দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, রমেশ মিত্র ইন্সটিটিউশন ও ভবানীপুর এডুকেশন সোসাইটির ১৬১, ১৬২, ১৫৩, ১৫৪, ১৫৫, ১৫৬ এবং ১৫৯ নম্বর বুথে রিগিং চালানো হচ্ছে।
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চিফ ইলেকশন এজেন্ট সজল ঘোষের অভিযোগ, জনপ্রতিনিধি হয়েও রাজ্যের দুই মন্ত্রী নিয়ম ভাঙছেন। সাধারণ মানুষকে প্রভাবিত করছেন। সবটা বুঝেই তাঁরা এমনটা করছেন। চাপে পড়ে করছেন। সজলের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপিকে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: ভবানীপুরের ভোটে মমতার সেনাপতিরা কে কোথায়
তিনি বলেন, কাউকে প্রভাবিত করিনি। আমি সকাল থেকেই নিজের ক্যাম্পে ছিলাম। বিজেপির কোনও সংগঠন নেই ভবানীপুরে। আগের বিধানসভা ভোটে যারা বিজেপির হয়ে কাজ করেছে, তাঁরা এখনও তৃণমুলে যোগ দিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। ভালো ভোট পড়বে। বাজার গরম করতেই বিজেপির তরফে বিভিন্ন অভিযোগ সামনে আনা হচ্ছে।
নির্বাচনের প্রথম তিন ঘণ্টায় তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ৪১ টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে। এর মধ্যে শুধু ভবানীপুর কেন্দ্রেই অভিযোগ জমা পড়েছে ২৩টি। সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৩৬.১১ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ৪০.২৩ শতাংশ।