কলকাতা : সকালে প্রচারে গিয়ে ‘বোন’ প্রিয়াঙ্কা টিবরেওয়াল আশা প্রকাশ করেছিলেন, তাঁর বিরুদ্ধে ভবানীপুরে প্রচার করবেন না বাবুল সুপ্রিয় ৷ সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাবুল বললেন, ‘দলের কাছে অনুরোধ করব যাতে ভবানীপুরে আমাকে প্রচারের কথা বলে বিড়ম্বনায় না ফেলে ৷’
ভবানীপুর উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ অন্য দিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে প্রিয়াঙ্কার হয়ে ভোট প্রচারে আসার জন্য রাজ্য বিজেপির তরফে বাবুল সুপ্রিয়কে বেছে নেওয়া হয়েছিল ৷
প্রচারের মাঝে জিলিপি খাচ্ছেন ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা
তখন অবশ্য বাবুল বিজেপির সাংসদ ৷ যদিও সে সময় প্রিয়াঙ্কার হয়ে প্রচারে না আসার কথাই জানিয়েছিলেন তিনি ৷ আবার, এই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল ৷ দাদা-বোনের সম্পর্ক তাঁদের ৷ আজ সাংবাদিক সম্মেলনেও সেই সম্পর্কের কথা উল্লেখ করে বাবলু বলেন, ‘প্রিয়াঙ্কাকে এবং তাঁর পরিবারকে খুব ভাল করে চিনি ৷ ওদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার অত্যন্ত ভাল ৷ আমার বেশ কয়েক মামলাও লড়েছেন প্রিয়াঙ্কা ৷’
Life is not always about winning or losing – it more about having the grit to fight a tough battle
PS: Have always introduced Bright Youngsters to the Party&hv strongly backed them•Very confident they wil make @BJP4India proud in the years to come @AmitShah @JPNadda @BJP4Bengal pic.twitter.com/1o4ScPzr7q— Babul Supriyo (@SuPriyoBabul) September 10, 2021
আরও পড়ুন – বুধবারই সাংসদ পদ ছাড়ছেন বাবুল, শিশির-দিব্যেন্দুকে চাপে ফেলতে তৈরি তৃণমূল
এর পরই বাবুল বলেন, ‘মমতা দিদির হয়ে আমার প্রচার করা আর না করার সমান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট ৷ সেখানে আমার প্রচার করা মানে সেটা আমার বিড়ম্বনা ৷’
রবিবার সকালে ভবানীপুরে প্রচারে প্রিয়াঙ্কা
আরও পড়ুন – বাবুল ‘পলিটিক্যাল ট্যুরিস্ট’ কটাক্ষ দিলীপের, পাল্টা ফিরহাদ
প্রসঙ্গত আজ সকালে ভবানীপুরে প্রচার গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ককে আলাদা জায়গায় রাখি । আমার বিশ্বাস বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না । আমি ওনার জায়গায় হলে করতাম না । এবার ওনার সিদ্ধান্ত রাজনীতি বড় না কি ব্যক্তিগত সম্পর্ক ।’