কলকাতা: প্রত্যাশিত মতোই সাসপেন্ড করে দেওয়া হল সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রবন্ধ লেখার অপরাধে তাঁকে সাসপেন্ড করেছে সিপিএম-এর জেলা কমিটি। এরিয়া কমিটির পক্ষ থেকে সাসপেন্ড করার প্রস্তাব করা হয়েছিল। এরিয়া কমিটির প্রস্তাবকেই সিলমোহর দিল জেলা কমিটি।
সপ্তাহ খানেক আগে তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লেখেন অজন্তা বিশ্বাস। যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেচন অজন্তা। সিপিএম(CPM)-এর আঞ্চলিক কমিটির সদস্য হয়ে ওই প্রকারের প্রবন্ধ লেখার কারণে শুরু হয় বিতর্ক। দলের নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়তে হয় অজন্তা বিশ্বাসকে।
বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে বাসন্তী দেবী থেকে শুরু করে আরও অনেকের কথাই উল্লেখ করেছিলেন অনিল কন্যা। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও লিখেছিলেন। সেই লেখা প্রকাশ হওয়ার পরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রয়াত অনিল বিশ্বাস সিপিএমের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কয়েক বছর ধরে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র সম্পাদনাও করেছেন তিনি। তাঁর কন্যার এই আচরণ ভালোভাবে মেনে নেয়নি আলিমুদ্দিন।
আরও পড়ুন- কাবুল বিমানবন্দরের কাছে তালিবানের হাতে অপহৃত বহু ভারতীয়
বাম নেত্রী হয়েও তৃণমূলের নেত্রীর প্রশংসা করে জাগো বাংলায় কেন লিখেছেন তার জবাব চায় দল। জবাব্বে অজন্তা জানান যে তিনি একজন ইতিহাসের অধ্যাপিকা। তাঁর গবেষণার বিষয় বঙ্গ রাজনীতিতে নারীশক্তি। সেই বিষয়টিই পত্রিকায় তুলে ধরেছিলেন। তাঁর এই উত্তরে সন্তুষ্ট হয়নি সিপিএম। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এই কাজের জন্য তিরস্কার করা হবে অনিল কন্যাকে। এরপরেই এরিয়া কমিটির সুপারিশের ভিত্তিতে তিন মাসের জন্য সাসপেন্ড করা হল অজন্তা বিশ্বাসকে।