Placeholder canvas
কলকাতা সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
AITC Conclave: অবিজেপি মুখ্যমন্ত্রীদের কনক্লেভ ডাকছে তৃণমূল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: রাতুল বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:২৭:০০ পিএম
  • / ৩১৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: রাতুল বন্দ্যোপাধ্যায়

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই বিজেপি বিরোধী জোট গড়ার সলতে পাকানোর কাজ শুরু করতে চায় তৃণমূল। খুব শীঘ্রই তৃণমূল বিজেপি বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে কনক্লেভ ডাকার উদ্যোগ নিয়েছে। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় রবিবার একথা জানিয়ে বলেন, আমরা এখনই কাউকে প্রধানমন্ত্রীর মুখ করার কথা ভাবছি না। বিজেপির জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আগামিদিনে ঐক্যবদ্ধ লড়াই করার মঞ্চ হিসেবেই ওই কনক্লেভের কথা ভাবা হচ্ছে।

১৯৮৩ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রয়াত এনটি রামারাও অকংগ্রেসি ফ্রন্ট গড়ার লক্ষ্যে প্রথম ওই ধরনের কনক্লেভ করেছিলেন। ২৮ মে তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিজয়ওয়াড়াতে ওই কনক্লেভ বসেছিল। বস্তুত সেই সময় ওই কনক্লেভ থেকেই জাতীয় স্তরে বিরোধী ঐক্যের সূচনা হয়। তার ফলশ্রুতিতেই ১৯৮৯ সালে বিরোধী জোটের পক্ষ থেকে বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হন।

পরবর্তীকালে কাশ্মীরে একই ধাঁচের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের কনক্লেভের উদ্যোগ নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তারও পরে কলকাতাতেও কংগ্রেস বিরোধী মুখ্যমন্ত্রীদের কনক্লেভ হয়েছিল। তার মূল উদ্যোক্তা ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার ভূমিকাও ছিল খুব গুরুত্বপূর্ণ ওই সময়। ১৪টি বিরোধী দলের প্রায় ২৪ জন নেতা বিজয়ওয়াড়ায় প্রথম কনক্লেভে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Madhyamik Exam 2022: ডিপার্টমেন্ট থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে কটাক্ষ দিলীপের

তৃণমূলের জাতীয় মুখপাত্র জানান, এখন থেকে বিজেপি বিরোধী দলগুলি যে পদক্ষেপই করবে, তা তার প্রধান লক্ষ্য হবে ২০২৪ সালের লোকসভা ভোট। পারস্পরিক আলাপ আলোচনা, মত বিনিময়, যৌথ কর্মসূচির মাধ্যমে গড়ে উঠবে বিরেধী জোট। ওই জোটে আঞ্চলিক দলগুলিরও বিশেষ ভূমিকা থাকবে। যেমন তামিলনাড়ুর ডিএমকে, তেলঙ্গনার টিআরএসের মতো দলগুলি এই জোটে থাকবে।

সুখেন্দুশেখর আরও জানান, দেশের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাঁচিয়ে রাখার স্বার্থেই এই ধরনের বিরোধী জোট দরকার। দেশে বিজেপির বারবারন্ত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার মুখে।

আরও পড়ুন: Bongaon: প্রেমে প্রতারিত, আত্মঘাতী ‘অন্তঃসত্ত্বা’ তরুণী, দেহ নিয়ে প্রেমিকের বাড়িতে বিক্ষোভ পরিবারের

সংসদের দ্বিতীয় পর্বের অধিবেশন চলাকালীনই দিল্লিতে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানেও বিরোধী কনক্লেভ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ২০১৯ সালের সোকসভা ভোটের পর থেকেই অবিজেপি জোটের কথা বলে চলেছেন। তবে সেই জোটের নেতৃত্ব কোন দলের হাতে থাকবে, তা এখনও চূড়ান্ত নয়। যদিও মমতার অভিযোগ, অবিজেপি জোট গড়ার ব্যাপারে কংগ্রেস আন্তরিক নয়। বিজেপির বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কংগ্রেস। তাঁর মন্তব্য, ‘কংগ্রেস যদি কিছু না করে, তার জন্য আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না।’ বিজেপি বিরোধিতায় তাঁর যে কোনও খাদ নেই, তা বোঝাতেই মমতা উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির পাশে দাঁড়িয়েছেন। যোগী রাজ্যে প্রচারে গিয়ে তাঁর দাবি, উত্তরপ্রদেশে এবার বিজেপি হারছেই।

তৃণমূলের জাতীয় মুখপাত্রের অভিযোগ, বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালরা কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন। রাজ্যগুলির দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মে অযাচিত হস্তক্ষেপ করছেন। তিনি বলেন, বিরোধীরা ঐক্যবদ্ধ না হলে এই পরিস্থিতি বদল করা যাবে না।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মহালয়ার আগেই শারদোৎসবের সূচনায় করবেন মুখ্যমন্ত্রী
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বসাক বাড়ির পুজোয় বাড়ির থিমের ছোঁয়া
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
ফের কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠক মুখ্যমন্ত্রীর
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অনুব্রতর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
টেক্কার ট্রেলারে মারকাটারি দেব
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সত্যজিৎ রায় স্মরণে টালা বারোয়ারির থিম হীরা মানিক জ্বলে
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
কলকাতায় এবার বেনারস-হরিদ্বার, মণ্ডপেই গঙ্গা আরতি…
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরানো হল
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নকল স্টিকার লাগানো লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
বোমাবর্ষণে নিহত হিজবুল্লা প্রধান নাসরাল্লার, দাবি ইজরায়েলের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
পদত্যাগ করতে চেয়ে ইচ্ছা প্রকাশ ফিরহাদের, খারিজ করলেন নেত্রী
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
আজই কি মুখোমুখি অনুব্রত-কাজল?
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team