Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Singer KK: কেকে-র মৃত্যু বিতর্ক, প্রেক্ষাগৃহের ভিড় গুণতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চিন্তা কলকাতা পুলিসের
রিয়া মাজী Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০৭:০০:২৩ পিএম
  • / ২৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কলকাতা: কেকে’র মৃত্যু থেকে শিক্ষা নিয়ে শহরের বদ্ধ অডিটোরিয়ামগুলির দর্শক সংখ্যা নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিস৷ এর জন্য অডিটোরিয়ামগুলির পরিকাঠামো ব্যবস্থার আধুনিকীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে লালবাজার৷ সেই পরিকাঠামো ব্যবস্থার উন্নয়নের দিকটি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারে নতুন গঠিত রিসার্চ অ্যান্ড উইংকে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তারা ইতিমধ্যে অডিটোরিয়ামগুলির ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করছে৷

কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে৷ অভিযোগ, অনুষ্ঠানের দিন আসন সংখ্যার অনুপাতে অনেক বেশি মানুষ নজরুল মঞ্চে ঢুকে পড়েছিল৷ কেউ দাবি করে অনুষ্ঠানের সময় উপস্থিত ছিল সাত হাজারের বেশি মানুষ৷ আবার কারও দাবি, কেকে-র অনুষ্ঠানে তিন থেকে চার হাজার লোক ছিল৷ কিন্তু ঠিক কতজন দর্শক সেই সময় উপস্থিত ছিলেন তার সঠিক কোনও সদুত্তর পুলিস দিতে পারেনি৷

এই ঘটনার পরই নড়েচড়ে বসেন লালবাজারের কর্তারা৷ তাঁরা দফায় দফায় বৈঠক করেন৷ এরপরই অডিটোরিয়ামগুলির উদ্দেশে তাঁরা কিছু নির্দেশিকা জারি করেন৷ তাতে বলা হয়েছে, প্রত্যেক কনসার্টের আগে চূড়ান্ত ব্যবস্থাপনা করতে হবে৷ আসন সংখ্যা অনুপাতে কত টিকিট বিক্রি হয়েছে তা লালবাজারকে জানাতে হবে৷ অ্যাম্বুল্যান্স রাখতে হবে৷ নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে হবে ইত্যাদি৷

কিন্তু ওই নির্দেশিকা জারির পরেও প্রশ্ন ওঠে, অডিটোরিয়ামের ভিতরে ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে সম্ভব৷ সূত্রের খবর, একটি বৈঠকে এই প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিস কমিশনার বিনীত গোয়েল৷ তখনই রিসার্চ অ্যান্ড উইংকে বলা হয় এর সমাধানের পথ খুঁজতে৷ লালবাজার সূত্রে খবর, প্রকৃত দর্শক সংখ্যা জানার বেশ কিছু পন্থা রয়েছে৷ যেমন, সিসিটিভি ক্যামেরাতে একটি অত্যাধুনিক সফটওয়্যার বসিয়ে দিলে তার মাধ্যমে ‘হেড কাউন্ট’ করা যায়৷ এছাড়া একধরনের ম্যাট রয়েছে যেখানে পা পড়লে কাউন্টিং শুরু হয়ে যায়৷ আর রয়েছে আইআর পদ্ধতি বা ইনফ্রারেড সেন্সর৷ এটি গেটে লাগানো থাকে৷ কত মানুষ ভিতরে ঢুকছে বা কত মানুষ বাইরে বেরচ্ছে তা গুণে একদম ঠিকঠাক পরিসংখ্যান বলে দিতে পারে এই সেন্সর৷ তবে ইডেনের মতো মাঠে ভিড় গুণতে সাধারণত টিকিটে বার কোড লাগিয়ে দেওয়া হয়৷ এছাড়া স্বয়ংক্রিয় গেট বসিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হয়৷ অডিটোরিয়ামের ক্ষেত্রে এগুলির কোনটি বেশি কার্যকরী হবে সেটাই খতিয়ে দেখছে রিসার্চ অ্যান্ড উইং৷ তারপর অডিটোরিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হবে৷

আরও পড়ুন: CBI SSC Recruitment: বাড়ি থেকে মধ্যশিক্ষা পর্ষদে ডেকে এনে সভাপতিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, কমিশনে নালিশ তৃণমূলের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
খেলা হবে গানে নাচ, কটাক্ষ বিজেপির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
নাম না করে বিজেপির দেবাশিসকে খোঁচা তৃণমূলের শতাব্দীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আজ থেকে আরও বাড়বে শহরের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পশ্চিমবঙ্গে এনএসজি কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ’ সন্দেশখালি নিয়ে সরব মিঠুন থেকে সুকান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে দিনভর তল্লাশি, গুলি-বন্দুক, উদ্ধার শাহজাহানের নথিপত্র
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফায় কোন কোন হেভিওয়েটদের ‘ভাগ্য পরীক্ষা’ ?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
২৬১ রান করেও লজ্জার হার কলকাতার
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাপারাজ্জিদের উপর রেগে লাল জুনিয়ার এনটিআর, কিন্তু কেন?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকার অধিকার নেই, মন্তব্য শুভেন্দুর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
৬ বছরে গুগলে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন বিজেপির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team