কলকাতা : উৎসাহে কোনও ঘাটতি নেই৷ বছর ৭৪-এর এক বৃদ্ধ হুইলচেয়ারে বসেই গেলেন বুথে৷ দিলেন নিজের ভোট নিজেই৷ ভবানীপুর কেন্দ্রে উপ-নির্বাচন৷ পাশাপাশি মুর্শিদাবাদের দুটি কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট৷ ভবানীপুরের উপ-নির্বাচনে ভাবা হয়েছিল সকাল থেকেই লম্বা লাইন পড়বে৷ কিন্তু তা হয়নি৷ ছবিটা ছিল একেবারে আলাদা৷ রাস্তাঘাট শুনসান৷ প্রায় ফাঁকাই ছিল বলা চলে৷ পাশাপাশি ভোটের হারও ছিল বেশ কম৷ ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে দুপুর ১টা অবধি ভোটের হার ৩৫.৯৭ শতাংশ৷ আর দুই জায়গার থেকে অনেকটাই পিছিয়ে ভবানীপুর৷ এমন অবস্থায় ভোট নষ্ট করতে চান নি বছর ৭৪-এর ওই বৃদ্ধ৷ কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি৷
আরও পড়ুন :ভবানীপুরে ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থীর, উত্তেজনা খালসা স্কুলের বুথে
এরকম আরএক ছবি দেখা গিয়েছে আজ সকালে৷ চেতলায় হুইলচেয়ারে বসে ভোট দিয়েছেন ৯০ বছরের এক বৃদ্ধা৷ হারিয়েছেন হাঁটার ক্ষমতা৷ কিন্তু ভোট দেওয়ার ইচ্ছে ছিল তাঁর৷ ছেলেকে সঙ্গে নিয়ে বুথে এসেছিলেন তিনি৷ বয়সের কাছে হার মেনেছে মনের ইচ্ছে৷