তুরস্ক (Turkey) আর সিরিয়ার (Syria) ভূমিকম্পের (Earthquake) ঘটনা এখনও টাটকা। প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তারপর ভূমিকম্প হয়েছে জাপান (Japan), আফগানিস্তান (Afghanistan) এমনকী আমাদের দেশেও। কিন্তু আপনারা কি জানেন, ভূমিকম্প হবে সেটা আগের থেকে টের পায় কোন প্রাণী? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন কুকুর, কিন্তু না। উত্তরটা জানাই।
আরও পড়ুন: Talk on Facts | UPI | অনলাইনে লেনদেনে এবার আপনাকে গুনতে হবে অতিরিক্ত অর্থ!
ভূমিকম্প হবে সেটা সবার আগে টের পায় কোন প্রাণী?
* এখনও এমন কোনও প্রযুক্তি নেই যা দিয়ে ভূমিকম্পের আগাম সতর্কতা পাওয়া যায়।
* তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে।
কী, এই ফ্যাক্টস কেমন লাগল? না, না মুখে নয় লিখে মানে কমেন্ট করে জানাতে হবে।