বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন (World’s Most Popular Instant Messaging Application) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মার্কিন টেক জায়ান্ট মেটা (US Tech Giant Meta) পরিচালিত এই সংস্থার জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল, সময়ের সঙ্গে নিজেকে আধুনিক করে তোলা এবং নিত্যনতুন ফিচার (Feature) যোগ করা। ফেসবুকের (Facebook) ক্ষেত্রেও শুরু থেকে একই রকম কৌশল দেখে এসেছি আমরা। এই কারণে সোশ্যাল মিডিয়া ফেসবুক দুই দশক পার করে, আজও টিকে রয়েছে প্রতিযোগিতার বাজারে। হোয়াটসঅ্যাপ কেনার পর সেই একই কৌশলে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মকে ক্রমশ জনপ্রিয় ও ইন্টারেস্টিং (Popular and Interesting) করে তুলেছে মেটা। ২০২২ সালে দুর্দান্ত সব ফিচার উপহার দিয়েছে হোয়াটসঅ্যাপ। ইউজার ফিডব্যাকও (User Feedbacks) অনবদ্য। ২০২৩ সালেও দুর্দান্ত সব ফিচার উপহার দিতে চলেছে মেটা, সেকমই খবর রয়েছে। বিগত দুই মাসে একাধিক ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে, যা নিয়ে ভারত সহ বিশ্বের সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররা পজিটিভ ফিডব্যাকই (Positive Feedbacks) দিয়েছেন।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত খবরাখবর শেয়ার করা টেক ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WABetaInfo) জানিয়েছে, ‘পুশ নেম (Push Name)’ নামক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team)।
আরও পড়ুন: WhatsApp ‘Text Editor’: ইচ্ছে মতো ‘ফন্ট চেঞ্জ’, হোয়াটসঅ্যাপ ‘টেক্স এডিটর’!
? WhatsApp beta for iOS 23.5.0.73: what’s new?
The push name replaces the phone number within the chat list when you receive a message from an unknown contact in a group chat, for some beta testers!https://t.co/tJRNIsnbK1
— WABetaInfo (@WABetaInfo) March 9, 2023
‘পুশ নেম’ ফিচার?
হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম পুশ নেম নামক বিশেষ ফিচার (Special Feature) নিয়ে কাজ করছে। এই ফিচারের বিশেষ ব্যাপার হল, কন্ট্যাক্ট লিস্টে (Contact List) যদি কোনও নম্বর সেভ না করা থাকে, গ্রুপ চ্যাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউজারের মেসেজ এলে, নম্বর দেখায় নামের পরিবর্তে। এবার থেকে তা বদলাতে চলেছে। গ্রুপের চ্যাটের (Group Chat) ক্ষেত্রে চ্যাট লিস্টে এবার থেকে নাম্বারের পরিবর্তে নাম দেখাবে, তা সে আপনার ফোনে নাম্বার (Phone Number) সেভ থাকুক, কিংবা না থাকুক।
এই ফিচার আপডেট এলে গ্রুপ পার্টিসিপেন্টদের (Group Participants) চিনতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ইউজারদের। কন্ট্যাক্ট লিস্টে নাম্বার সেভ করা না থাকলে, অনেক সময়তেই আননোওন নাম্বারের (Unknown Number) মেসেজ দেখে তার পরিচয় জানতে তুলনায় জটিল পদ্ধতিতে (Complex Process) গ্রুপ ইনফোতে (Group Info) গিয়ে সংশ্লিষ্ট ইউজারের নাম দেখতে হয়। এই ফিচার তার থেকে মুক্তি দেবে।
গুগল অ্যান্ড্রয়েড (Google Android) নয়, অ্যাপল আইওএস প্ল্যাটফর্মে (Apple iOS Platform) এই ফিচার বিটা ভার্সনে উপলব্ধ করা হয়েছে (Available in Beta Version)। পুশ নেম ফিচার এখন বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। পরবর্তীকালে বিটা ইউজারদের (Beta Users) জন্য উপলব্ধ করা হবে স্টেবল বিটা ভার্সন (Stable Beta Version)। এই দুই পর্ব শেষ হলে, সাধারণ ইউজারদের (General Users) জন্য উপলব্ধ হবে পুশ নেম ফিচার। কবে এই ফিচার সর্বসাধারণের জন্য উপলব্ধ হবে, তা এখনও জানা না গেলেও, আগামী কয়েক মাসের মধ্যে উপলব্ধ হবে বলে অনুমান। এটি ছাড়াও, আইওএস বিটা (iOS Beta) প্ল্যাটফর্মের জন্য আরও একটি বিশেষ ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। বিশেষ ওই ফিচারের নাম টেক্সট এডিটর (Text Editor)।