আপনি কী আইফোন (iPhone ) ব্যবহার করেন? হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া চলে না? আইফোন ব্যবহার করলেও, আপডেট করা হয়নি অনেকদিন। জানেন কী, ২৪ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে আইফোনে? তাহলে কী ভাবছেন, দীপাবলিতেই (Deepawali) নতুন আইফোন নেবেন, নাকি সফটওয়্যার আপডেট (Software Update) করবেন? যদি আইওস সফটওয়্যার আপডেট না করে থাকেন, তাহলে এখনই করে নিন। কিংবা নতুন আইফোন কিনে লেটেস্ট আইওস (iOS) ব্যবহার করুন। নাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের থেকে আইফোন ইউজারদেরকে (iPhone User) নোটিসও পাঠানো হয়েছে। ২৪ অক্টোবর থেকে অ্যাপল আইফোন (Apple iPhone)-এ আইওস ১০ এবং আইওস ১১-এর জন্য আর হোয়াটস্যাপ আপডেট দেবে না মেটা (Meta)। ফলে যাঁরা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান, তাঁরা আইওএস ১২-এ আপডেট করে নিন আইফোন অথবা কিনে নিন নতুন আইফোন। চাইলে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে আইফোনের আগের সিরিজও কিনে নিতে পারেন, তাহলে আপনি নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: Festive season & skincare: উৎসবের ধকলে ক্লান্ত ত্বক চনমনে করে তুলুন এইভাবে
কোন কোন আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?
আইফোন ৪ এবং আইফোন ৪এস-এ আইওস ১০-এর পর আর কোনও আপডেট পাঠায়নি অ্যাপল। অন্যদিকে আইফোন ৫ এবং আইফোন ৫সি-এর সর্বশেষ সফটওয়্যার আপডেট হল আইওস ১১। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে আপনাকে নতুন মডেলের ফোন কিনতে হবে। আর যদি আইফোন ৬ সিরিজ বা তার আপডেটেড ভার্সন থাকে এবং আইওস ১২ আপডেট না নিয়ে থাকেন বা অটো আপডেট অন না করে থাকে, তাহলে এখনই আপডেট করে নিন আপনার আইফোন। আপনার আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল, তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট।
আর যদি নতুন আইফোন কেনার বিষয়ে মনস্থির করে থাকেন, তাহলে লেটেস্ট আইফোন ১৪ কিনতে পারেন। কিন্তু বাজেট যদি কম থাকে, তাহলে আইফোন ১২ (iPhone 12) কিংবা আইফোন ১৩ (iPhone 13) কিনে নিতে পারেন ডিসকাউন্টে।