আরও একটি নতুন ফিচার (New Feature) নিয়ে কাজ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নতুন এই ফিচার আপডেট পেলে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ইউজার (WhatsApp Users) একসঙ্গে একাধিক মেসেজ সিলেক্ট (Message Select) করতে পারবেন। ফিচারের নাম রাখা হয়েছে ‘সিলেক্ট চ্যাটস (Select Chats)’। চ্যাট মেন্যু (chat menu) থেকেই সিলেক্ট করা যাবে একাধিক কনভার্সেশনস। ডব্লুএবিটাইনফো (WABetaInfo) এই খবর দিয়েছে। এই ফিচার এলে ইউজার একসঙ্গে একাধিক কিংবা সমস্ত মেসেজ সিলেক্ট করে মিউট (Mute) করতে পারবেন। চাইলে সমস্ত মেসেজ একসঙ্গে রিড অথবা আনরিড (Read or Unread) হিসেবে মার্ক (Mark) করতে পারবেন।
আরও পড়ুন: Pak vs NZ: দ্রুততম ১০০০ রান! করাচির মাঠে রেকর্ড গড়লেন কিউয়ি ওপেনার
এই মুহূর্তে এই বিশেষ ফিচার্স নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development team)। আপাতত এটা বিটা ভার্সনেই (Beta Version) উপলব্ধ এবং শুধুমাত্র ডেস্কটপ প্ল্যাটফর্মের (Desktop Platform) জন্য। বিটা টেস্ট পর্ব শেষ হলে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ করা হবে। অর্থাৎ নতুন বছরে ইউজারদের দুর্দান্ত একটা ফিচার উপহার দিতে চলেছে মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে (WhatsApp Desktopn and WhatsApp Web) এই ফিচার প্রথমে আসবে, তারপর অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের (Android and iOS Users) জন্য উপলব্ধ করা হবে বলে খবর। তবে অ্যান্ড্রয়েড, আইওএস কোন মোবাইল প্ল্যাটফর্মে এই ফিচার আগে আসবে কিংবা একসঙ্গেই উপলব্ধ করা হবে না কিনা, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি মেটা (Meta) তরফে।
WhatsApp is working on the ability to select multiple chats on Desktop beta!
Thanks to this feature, you will be able to easily mute or mark more conversations at once as read or unread.https://t.co/XBhkFmEUci
— WABetaInfo (@WABetaInfo) December 28, 2022
উল্লেখ্য, নতুন বছরে আরও একটি বিশেষ ফিচার পেতে চলেছেন হোয়াটসঅ্যাপ ইউজারররা। সেটা হলো রিপোর্ট স্টেটাস (Report Status) ফিচার। হোয়াটসঅ্যাপে এখন অনেকেই ভিডিয়ো কিংবা ইমেজ (Video or Image), নয়তবা লিঙ্ক শেয়ার (Link Share) করেন, তা আদৌ সঠিক কিনা বা সঠিক মনে না হলে, তা সরাসরি হোয়াটসঅ্যাপ টিমকে রিপোর্ট করতে পারবেন কোনও ইউজার। স্টেটাস রিপোর্ট (Status Report) হওয়ার পর হোয়াটসঅ্যাপ টিম তা খতিয়ে দেখবে, যদি তা হোয়াটসঅ্যাপ পরিষেবার শর্তাবলীর পরিপন্থী হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলবে হোয়াটসঅ্যাপ। আপতত এই ফিচারও হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে। শীঘ্রই সবার জন্য উপলব্ধ হবে এই ফিচার আপডেট (Feature Update)।