ধরুন আগামিকাল আপনার একটা ইমপর্টেন্ট মিটিং, সে সময় কোনও একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্টস দরকার হাতে কাছে। ল্যাপটপ ক্যারি করার অভ্যাস নেই, পকেটে স্মার্টফোন রয়েছে, হোয়াটসঅ্যাপ ইউজ করেন আর প্রয়োজনের সময় ফোন খুলে দেখে নেওয়া বিষয়টা অনেক সহজ। তাই ওই মেসেজ বা ডকুমেন্টসটা নিজেকেই পাঠিয়ে রাখলেন। বিষয়টা অনেক ছোট মনে হলেও, সমস্যাটা কিন্তু অনেক বড়। খুব দরকারি হোক কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনও কিছু মেসেজ সেভ করে রাখার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের জুড়িমেলা ভার। আগে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য কোনও জিনিস তুলে রাখতে হলে পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করতাম আমরা। কিন্তু বর্তমান দুনিয়ায় ওসব এখন অচল। ইন্টারনেট সহজলভ্য, পাশাপাশি ডিজিটাল স্পেসে ক্লাউড স্টোরেজ এখন অনেকটাই আমাদের হাতে। তার উপর ফোনের ইন্টার্নাল মেমোরিতে অঢেল জায়গা। তাই সহজে অ্যাক্সেস পেতে আমরা নিজেকেই নিজে মেসেজ করে রাখি। একটা সময় ছিল, আমরা নিজেকে নিজেই মেইল করতাম। সেই তুলনায় দেখলে নিজেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখা অনেক সহজ।
নিজেকে নিজে মেসেজ করতে গেলে হয় আপনাকে দ্বিতীয় কোনও নাম্বার ব্যবহার করতে হবে একই ফোনে, আর নাহলে আপনাকে দু’টো ফোন নিয়ে ঘুরতে হবে। কিন্তু একটা ফোনের মধ্যে সবকিছু হলে অবশ্যই সুবিধা হয়। এটাও আবার ঠিক, আমরা যেমন অনেকেই দু’টো সিম কার্ড ইউজ করি, এরকম আবার অনেকেই আছেন, যাঁরা একটাই ফোন নম্বর ব্যবহার করেন। সেক্ষেত্রে তাঁদেরকে অন্য কাউকে মেসেজ করে রাখতে হয়। তবে, এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।
আরও পড়ুন: Windows 11: এবার থেকে উইন্ডোজে পাবেন আইক্লাউডের ফটো সরাসরি অ্যাক্সেসের সুবিধা
মেটা (Meta) পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (Instant Messaging Platform) হোয়াটসঅ্যাপ ((WhatsApp)) বেশ কয়েকদিন ধরে সেলফ-চ্যাট (self-Chat) ফিচার নিয়ে কাজ করছে। এবার তা রোল আউট (Roll Out) হচ্ছে নতুন ফিচার আপডেটের (Feature Update) মাধ্যমে। তবে আপাতত তা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য বিটা চ্যানেলে (Beta Channel) উপলব্ধ। নতুন এই ফিচার আপডেট পেলে হোয়াটসঅ্যাপ ইউজার নিজেকে নিজেই চ্যাট করতে পারবেন সিঙ্গল-উইন্ডো খুলে। পরবর্তীকালে চাইলে তিনি যে কোনও টেক্সট (Text), ইমেজ (Image), ভিডিয়ো (Video), ডকুমেন্টস (Documents) ফরওয়ার্ড করতে পারবেন।
বিটা চ্যানেলে যাঁরা এই আপডেট পেয়েছেন, তাঁরা এখনই চেক করে নিতে পারেন। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে ‘Me(You)’-তে গিয়ে ‘মেসেজ ইওরসেলফ (Message yourself)’ দেখুন। এখানে যে কোনও মেসেজ স্টোর করে রাখতে পারবেন। দরকারে যে কোনও সময় অ্যাক্সেস করতে পারবেন। হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ করার সুবিধা আগে থেকেই রয়েছে, তবে সে প্রক্রিয়া অনেক জটিল। তার জন্য ফোন নম্বর থেকে কাস্টম ইউআরএল (Custom URL) জেনারেট করতে হয়। তারপর তা রিডাইরেক্ট হয়ে নতুন ব্রাউজার (Browser) খোলে। সেই অভিজ্ঞতাই এবার বদলাচ্ছে। তবে আপাতত এটি বিটা ইউজারদের জন্য উপলব্ধ, সর্বসাধারণের জন্য স্টেবল আপডেট (Stable Update) ঠিক কবে উপলব্ধ হবে, সেই তারিখ অবশ্য এখনই নির্দিষ্ট নয়।