বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ (WhatsApp) সময়ে সময়ে নিত্যনতুন ফিচার (New Features) যুক্ত করে থাকে। তার মধ্যে বহু ফিচার ব্যাপক জনপ্রিয় (Populare)। কিন্তু প্রাইভেসি (Privacy) সবসময়ই একটা বড় ফ্যাক্টর। আর সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team) এই নিয়ে একাধিক ফিচার আপডেট (Feature Update) নিয়ে এসেছে। নিত্যনতুন চমক, সময়োপযোগী মেকওভার (Make-over) এবং মেসেজিং এক্সপেরিয়েন্সকে (Messaging Experience) আরও বেশি চমকদার করে তোলা, এটাই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তুলেছে। ২০২২ সালে মেটা (Meta) পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে (Instant Messaging Application) দুর্দান্ত সব ফিচার এসেছে। ২০২৩ সালেও সেই ট্রেন্ড (Trend) অব্যাহত। চলতি বছরে এখনও পর্যন্ত একাধিক দুর্দান্ত সব ফিচার উপহার পেয়েছেন ইউজাররা (Users)। আগামী দিনেও তেমন কিছু অনবদ্য চমক আসতে চলেছে।
আরও পড়ুন: BRICS | Lula da Silva | আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) এখন একসঙ্গে চারটি ডিভাইসে (Devices) খুলে রাখা য়ায়। এই ফিচার এমাসে সকলের জন্য উপলব্ধ হয়েছে। এপ্রিলের শেষ পর্বে আরও একটি ফিচার আপডেট রোল আউট (Feature Update Rolls Out) হচ্ছে। চ্যাট লক ফিচার। এটি সকলের জন্য উপলব্ধ নয়। নির্দিষ্ট কিছু ইউজার অর্থাৎ বিটা টেস্টারদের (Beta Testers) জন্য ফিচার আপডেট পাঠানো শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
? WhatsApp beta for Android 2.23.9.14: what’s new?
WhatsApp is releasing a feature that allows users to lock chats, and it is available to some lucky beta testers!https://t.co/WehlmFOBYB pic.twitter.com/OVLKHoMSiF
— WABetaInfo (@WABetaInfo) April 25, 2023
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত লেটেস্ট ইনফরেমেশন শেয়ার করা ওয়েবসাইট ডব্লুবিটাইনফো (WABetaInfo) এনিয়ে টুইট (Tweet) করেছে। মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে (Micro-blogging Website Twitter) তারা জানিয়েছে, কিছু ভাগ্যবান বিটা টেস্টারদের জন্য হোয়াটসঅ্যাপ ফিচার আপডেট (Feature Update) পাঠানো শুরু করেছে। এই ফিচার আপডেটে পেলে সংশ্লিষ্ট ইউজার খুব সহজেই নির্দিষ্ট কিছু চ্যাট লক (Chat Lock) করতে পারবেন। হোয়াটসঅ্যাপ পুরোপুরি লক করে রাখতে হবে না। আরও একটি বিষয় হলো, একবার যদি আপনি এই ফিচার কোনও নির্দিষ্ট গ্রুপ কিংবা ব্যক্তিগত চ্যাটের (Private Chat) ক্ষেত্রে অন (On) করে রাখেন, তাহলে সংশ্লিষ্ট চ্যাটের ক্ষেত্রে কোনও ফটো বা ভিডিয়ো কিংবা অডিয়ো (Photo or Video or Audion) কোনওভাবেই আপনা থেকে ডাউনলোড হবে না। ইউজারের প্রাইভেসি রক্ষার জন্যই এই ফিচারের অন্যতম লক্ষ্য।
চ্যাট লক
চ্যাট লক ফিচারের সুবিধা নেওয়ার জন্য কী করতে হবে? অর্থাৎ এই ফিচার আপডেট পাওয়ার পর সংশ্লিষ্ট ইউজারকে কোনও চ্যাট লক করতে গেলে, তার জন্য কী করণীয়? এই ফিচার অন করার জন্য আপনাকে সংশ্লিষ্ট চ্যাটে গিয়ে ইনফো সেকশনে (Info Section) ঢুকতে হবে, যেখান থেকে আপনি নাম্বার (Number), প্রোফাইল (Profile) এবং অন্যান্য তথ্য (Other Info) যাচাই করেন। প্রোফাইল সেকশনে গিয়ে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে গিয়ে স্ক্রল (Scroll) করে নিচে নামতে হবে এবং চ্যাট লকে ট্যাপ (Tap) করতে হবে। এরপর, সিলেক্ট করুন – লক দিজ চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট (Lock This Chat With Fingerprint)।
নতুন এই ফিচার আপডেট শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের (Android Platform) হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের জন্য পাঠানো হচ্ছে। আইওএসের (iOS) জন্য এই বিশেষ ফিচার উপলব্ধ নয়। আপাতত বিটা ইউজারদের জন্য উপলব্ধ। আগামী দিনে সাধারণ ইউজার জন্য উপলব্ধ হবে।