হোয়াটসঅ্যাপে (WhatsApp) আমরা রোজই কাউকে না কাউকে ছবি (Photo) পাঠাই। সংখ্যাটা এক নয়, একাধিক। সে ব্যক্তিগত হোক কিংবা অফিসিয়াল কাজে (Personal or Official Work)। অনেক সময়তেই আমরা যে কোয়ালিটির ইমেজ (Image Quality) পাঠাতে চাই, সেই কোয়ালিটির ইমেজ যাঁকে পাঠাচ্ছি, তাঁর কাছে যায় না। এজন্য আমাদেরকে এখনও বেস্ট কোয়ালিটির (Best Quality) ছবি পাঠাতে গেলে ই-মেইলের (E-Mail) উপরেই ভরসা রাখতে হয়। কিন্তু, সেই সমস্যা থেকে ইউজারদের মুক্তি দিতে চলেছে মেটা (Meta)। জানা গিয়েছে, মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (Instant Messaging Platform) ফোটো শেয়ারিং কোয়ালিটি (Photo Sharing Quality) নিয়ে কাজ করছে। হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই এই সুবিধা দিতে চলেছে ইউজারদের (Users)।
আরও পড়ুন: Relationship Tips: সুন্দর সম্পর্ককে মুহূর্তে বিষিয়ে দিতে পারে এই সব অভ্যেস
এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর জন্য তিন ধরনের বিকল্প উপলব্ধ রয়েছে – অটো (Auto), বেস্ট কোয়ালিটি (Best Quality) এবং ডেটা সেভার (Data Saver)। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, ইউজার যে অপশনই সিলেক্ট (Selecting Options) করে রাখুন বা কেন, ফাস্টার ডেটা ট্রান্সফারের (Faster Data Transfer) জন্য হোয়াটসঅ্যাপ আপনা থেকে সংশ্লিষ্ট ইমেজের ফাইল সাইজ (File Size of the Image) কমিয়ে দেয়। যার ফলে ইউজার বেস্ট কোয়ালিটির ছবি পাঠাতে গিয়েও পাঠাতে পারেন না। অনেক ক্ষেত্রেই আমাদের অরিজিনাল ইমেজ কোয়ালিটির (Original Image Quality) ছবি পাঠানোর দরকার থাকে। কিন্তু, হোয়াটসঅ্যাপের ইনবিল্ট সেটিংসের (Inbuilt Settings of WhatsApp) কল্যাণে ফাইল সাইজ কম্প্রেসড (Compressed) হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, এই সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। এই নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team)।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত খবর পরিবেশনকারী একটি ওয়েবসাইট জানিয়েছে, ডেভেলপার্স টিম নতুন একটি ফিচার (New Feature) নিয়ে কাজ করছে। এর ফলে ইউজাররা অরিজিনাল কোয়ালিটিতেই যাবতীয় ইমেজ (Image) পাঠাতে পারবেন। তবে আইওএস (iOS) নয়, সবার প্রথমে অ্যান্ড্রয়েড ইউজাররাই (Android Users) অগ্রাধিকার পাবেন এক্ষেত্রে। হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড ২.২৩.২.১১ ভার্সন (WhatsApp beta for Android 2.23.2.11 Version) ডাউনলোড করে ইচ্ছুক ইউজার এই ফিচার পরখ করে দেখতে পারেন (Users Can Download and Check)।
? WhatsApp beta for Android 2.23.2.11: what’s new?
WhatsApp is working on sending photos in their original quality, for a future update of the app!https://t.co/loR2jZPaSP pic.twitter.com/3ry6GKuS1P
— WABetaInfo (@WABetaInfo) January 20, 2023
বিটা ভার্সনের (Beta Version) নতুন এই ফিচার আপডেটে হোয়াটসঅ্যাপ নতুন একটি সেটিংস আইকন (Settings Icon) যোগ করেছে ড্রয়িং টুল হেডারের (Drawing Tool Header) ক্ষেত্রে। ফটো পাঠানোর সময় সংশ্লিষ্ট ইউজার এই অপশন দেখতে পাবেন এবং ইচ্ছে হলে অরিজিনাল ইমেজ কোয়ালিটিতেই ফটো পাঠাতে পারবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা, ইমেজ ফাইল সাইজ যত বড় হবে, তত বেশি সময় লাগবে আপলোড (Upload) করার ক্ষেত্রে। এই বিষয়টি পুরোপুরি সংশ্লিষ্ট মোবাইল ক্যারিয়ারের ইন্টারনেট পরিষেবার (Internet Service of The Mobile Carrier) উপর নির্ভর করছে। উল্লেখ্যযোগ্য বিষয় হল, বর্তমানে আমরা হোয়াটসঅ্যাপে যে ছবি পাঠাই, তা যাতে দ্রুত পাঠানো যায়, তার জন্য ছবির অরিজিনাল সাইজকে ৭০ শতাংশ কম্প্রেসড (70% Compressed) করে পাঠায় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম।
উল্টোদিকে এটাও মাথায় রাখতে হবে, এই ফিচার আপডেট স্টেবল ভার্সনে (Stable Version) সকল ইউজারদের জন্য উপলব্ধ হলে, সংশ্লিষ্ট ইউজারকে অটো-ডাউনলোড অপশন (Auto-Download Options) বন্ধ করে রাখতে হবে। কারণ, তখন অরিজিনাল ফাইল সাইজ সহ সংশ্লিষ্ট ইমেজ ডাউনলোড হয়ে গেলে ফোনের ইনবিল্ট মেমোরি (Inbuilt Memory) তাড়াতাড়ি ভরে যাবে। আর অটো-ডাউনলোড অপশন (Auto-Download Option) বন্ধ করার অর্থ, ইউজারকে ম্যানুয়ালি ডাউনলোড (Manual Download) করতে হবে মিডিয়া ফাইল (Media Files)।